প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আঞ্চলিক যোগাযোগ স্থাপন এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য সংযোগ খুবই গুরুত্বপূর্ণ।’
রোববার (২৪ জুন) নেপালের নতুন রাষ্ট্রদূত অধ্যাপক ড. চোপ লাল ভুষাল তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী নেপাল এবং ভুটানকে বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আমন্ত্রণ জানিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৬৫ সালে ইন্দো-পাক যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার রেল সংযোগ আবারও চালু করা হয়েছে। এর মাধ্যমে রেলপথ আঞ্চলিক যোগাযোগের কাজে ব্যবহৃত হচ্ছে।’
নেপালের প্রধানমন্ত্রীকে তার উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে ১৯৭১ সালে যুদ্ধ চালাকালীন সময়ে নেপালের জনগণ এবং সরকারের সমর্থনের কথাও স্মরণ করেন শেখ হাসিনা। নেপালের প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
চোপ লাল ভুষাল বলেন, ‘বাংলাদেশ এবং নেপালের মধ্যকার সম্পর্ক খুবই ভালো এবং আন্তরিক।’ সাম্প্রতিক বছরগুলোতে নেপাল খারাপ সময় অতিক্রম করেছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে নেপাল একটি অসাধারণ ফেডারেল সংবিধান পেয়েছে। বর্তমান সরকার শক্তিশালী এবং সুপ্রতিষ্ঠিত।’
২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশের সব ধরনের সহযোগিতার প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, ‘নেপালে ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ ও নেপাল এই ক্ষেত্রে সহযোগিতার জন্য আলোচনা করছে।’
নেপালের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, বর্তমানে ৩৪ শতাংশ নারী সংসদে রয়েছেন এবং ৪০ শতাংশ নারী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেন। আর বর্তমানে ৩ হাজার নেপালি ছাত্র বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।