ঠিকানা রিপোর্ট : বাংলাদেশের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ুন। তরুণ এই নির্মাতার হরর শর্ট ফিল্ম ‘মশারি’ আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল (এএলটিএফএফ) ২০২২-এ সেরা ন্যারেটিভ শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জুরি অ্যাওয়ার্ড জিতেছে।
গত ১২ মে রাতে নুহাশ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
নুহাশ বলেন, ‘মশারি’ এখন অস্কারের যোগ্যতা অর্জন করছে! আমাদের বাংলাদেশি হরর ফিল্মটি সবেমাত্র সেরা ন্যারেটিভ শর্টের জন্য আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল জুরি পুরস্কার জিতেছে। এটি একটি অস্কার কোয়ালিফাইং পুরস্কার। এই যাত্রার অংশ হওয়ার জন্য আমার অবিশ্বাস্য দল, আমার পরিবার, বাংলাদেশে ও বাংলাদেশের বাইরের শিল্প সহকর্মীদের ধন্যবাদ।
এ বছরের মার্চে ‘২০২২ এসএক্সএসডব্লিউ’ ফিল্ম ফেস্টিভ্যালে ‘মশারি’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। ২২ মিনিটের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ‘ন ডরাই’-খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং নুহাশের ভাগ্নি ও অভিনেত্রী শীলা আহমেদের মেয়ে নাইরা ওনোরা সাইফ।
পুরস্কার-মনোনীত চলচ্চিত্রটির বর্ণনা দিতে গিয়ে এএলটিএফএফ জুরি জানিয়েছে, পরিচিত হরর উপাদানগুলোর সঙ্গে মিলে ‘মশারি’ সম্পূর্ণ বিস্ময়কর একটি প্রান্ত তৈরি করে, যা বাস্তব বিশ্বের সামাজিক-রাজনৈতিক বাস্তবতাকে নতুন এক জগতে নিয়ে এসেছে।