আটলান্টিক সিটি প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সরস্বতী পূজা উপলক্ষে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি আমেরিকান শিশু-কিশোরদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পড়ালেখার পাশাপাশি অন্যান্য সৃজনশীল কর্মকা-েও যে তারা দক্ষতা অর্জন করেছে তারই সুনিপুন এক প্রদর্শনী ছিল এটি। গীতা সংঘের প্রার্থনা হলে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের সামনে বহুমুখী প্রতিভার ডালা মেলে ধরেছিল প্রবাস প্রজন্মের শিশু-কিশোররা।
গত ১০ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে একে একে শিশু-কিশোরদের কণ্ঠে যখন ধ্বনিত হচ্ছিল বাংলা গানের কলি ও কবিতার পঙক্তিমালা, নুপুরের নিক্কনে যখন ওরা তুলছিল ঝংকার, তখন অনুষ্ঠানস্থল জুড়ে ছিল পিনপতন নীরবতা। আর তাদের প্রতিটি পরিবেশনা শেষে করতালিতে মুখরিত হয় পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।
প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্ম স্বদেশ থেকে হাজারো মাইল দূরে থেকেও অন্তরে লালন করছে আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, তা জানান দিতেই যেন ছিল এই আয়োজন।
শিশু-কিশোরদের সুললিত কন্ঠে আবহমান বাংলার সংগীত পরিবেশনা সবাইকে মোহিত করে রাখে।কারও কারও কণ্ঠে বিশুদ্ধ উচ্চারণে কবিতা আবৃত্তি শুনে ভ্রম হয়, এরা কী সত্যিই প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম? সেই ভ্রম আরও বেড়ে যায় যখন শিশু-কিশোরদের নূপুরের নিক্কণে আন্দোলিত হয় উপস্থিত সুধীজনের মনপ্রাণ।
তৃপ্তি সরকার ও আন্না মিত্রের পরিচালনা এবং নিবেদিতা ভট্টাচার্যের নির্দেশনায় অনুষ্ঠানে অংশ নেয় অহনা, সপ্তর্ষি,কীর্তিমান, অনিন্দিতা,সুকণ্যা,দেবজ্যোতি, অভিষেক,দেবরাজ, সুদিপ্তা, পুস্পিতা, রিয়া, আঁচল, দেবেশ, কানাই, অনামিকা, পঞ্চতপা, চন্দ্রিমা, ঐশিকা, করনেলিয়া, শিবা, পূর্বা, নিঝুম, অংকিতা, অনীষা ,নিধি, শান্তনু, অধরা, ঐন্দ্রিলা, রিশা, মহামায়া, বংশিকা, বিদিতা, পূর্ণতা, প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রজন্মের নান্দনিক পরিবেশনার জন্য তাদের টুপি খোলা অভিনন্দন জানান । এই অনুষ্ঠান উপভোগ করার জন্য ওই দিন সন্ধ্যায় আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছিল গীতা সংঘ প্রাঙ্গণে। কাদা থিক থিক ভিড়ে পরিণত হয়েছিল পুরো উৎসব প্রাঙ্গণ। অনুষ্ঠানে উপস্থিত অনেক প্রবাসী প্রবীন অনুষ্ঠান উপভোগ করতে করতে নস্টালজিক হয়ে পড়েন। অনুষ্ঠান শেষে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে নিজ ডেরার পথে পা বাড়ান।