আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কন্স্যুলেট সেবা

আটলান্টিক সিটি থেকে প্রতিনিধি : প্রবাস জীবনে পাসপোর্ট-ভিসা হালনাগাদ রাখা যে কতোটা প্রয়োজনীয়, তা ভুক্তভোগীমাত্রই ভালোভাবে ওয়াকেবহাল। বিশেষ করে যে কোনো জরুরি প্রয়োজনে তা যে কতো গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। এ সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে ভিনরাজ্যে অবস্থিত কন্স্যুলেট বা মিশনগুলোতে দৌঁড়ঝাঁপ করাও হ্যাপার ব্যাপার। আর এসব সেবা গ্রহণের সুযোগ যদি ‘বাড়ির কাছে আরশীনগর’-এ পাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা। আর এ সুযোগ করে দিতেই নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আয়োজন করা হয়েছিলো ভ্রাম্যমাণ কন্স্যুলেট সেবার।
গত ৩ জুলাই, মঙ্গলবার, সকাল ১০টায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউর ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কন্স্যুলেটের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ কন্স্যুলেট সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ কন্স্যুলেট নিউইয়র্কের কন্সাল জেনারেল মিসেস সাদিয়া ফয়জুননেসা ভ্রাম্যমাণ কন্স্যুলেট সেবার উদ্বোধন করেন। এ সময় ডেপুটি কন্সাল জেনারেল মো. শাহেদুল ইসলাম, কাউন্সিলর আয়েশা হক, প্রথম সচিব মো. শামীম হোসাইন, ব্যক্তিগত কর্মকর্তা মো. কবির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. ফসিউল আলম, অফিস সহকারি আবু জাফর, সহকারি শফিকুল ইসলাম, মো. মকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, ভ্রাম্যমাণ কন্স্যুলেট সেবার মাধ্যমে সেবার মান প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সব উন্নয়ন কার্যক্রমের বর্ণনা দিয়ে বলেন, অতীতের অন্যান্য সময়ের তুলনায় নিউইর্য়কের বাংলাদেশ কন্স্যুলেট অফিসের সেবার মান আরও অনেক বৃদ্ধি করা হয়েছে। এ প্রসঙ্গে বর্তমানে অনলাইন সার্ভিস, মেইল সার্ভিস, বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল নিউইর্য়কের অফিসের কর্মকর্তাদের সরাসরি সার্ভিস, টেলিফোনের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশান প্রদান এবং ভ্রাম্যমাণ কন্স্যুলেট সেবার কথা উল্লেখ করেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম প্রবাসী বাংলাদেশিদেরকে ভ্রাম্যমাণ কন্স্যুলেটের সেবাগ্রহণ এবং এ কার্যক্রমে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।