আটলান্টিক সিটি মেয়রের সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির মতবিনিময়

আটলান্টিক সিটি প্রতিনিধি : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র ফ্রাঙ্ক এম গিলিয়ামের সাথে বাংলাদেশি-আমেরিকানদের সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি’ নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৪ মে, সোমবার, দুপুরে আটলান্টিক সিটির মেয়রের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি মেয়রের কাছে তুলে ধরেন। মেয়র মনোযোগ সহকারে তাদেও কথা শোনেন এবং সেসব সমস্যা দূরীকরণে তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দকে আশ্বাস দেন। মেয়র ফ্রাঙ্ক এম গিলিয়াম ‘বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি’র উদ্যোগে আয়োজিত ‘বৈশাখী উৎসব’-এ বাংলাদেশি-আমেরিকান শিশু-কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন।
নেতৃবৃন্দ সংগঠনের উদ্যোগে আসন্ন ‘বাংলাদেশ মেলা’ আয়োজন উপলক্ষে মেয়রের সাথে খোলামেলা আলোচনা করেন এবং মেলা সার্থক ও সফল করার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন। মেয়র ফ্রাঙ্ক এম গিলিয়াম ‘বাংলাদেশ মেলা’ সফল করতে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য সাব্বির হোসেন ভূঁইয়া ও আবদুল জামিল, উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সৈয়দ মো. কাউসার, উপদেষ্টা হুমায়ুন সিকদার, সহ-সভাপতি মিরাজ খান, আলী হোসেন ফরিদ, সোহাগ করিম, নির্বাহী সদস্য আজিজুল ইসলাম ফেরদৌস ও বিপ্লব দাশ।
এ দিকে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ১৫ মে, মঙ্গলবার, বিকেলে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির এক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি ভেন্যুতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহীদ খান। সাধারণ সম্পাদক সোহেল আহমেদ সভা সঞ্চালনা করেন। সভায় সংগঠনের উদ্যোগে গত ৮ মে, মঙ্গলবার, বৈশাখী উৎসবের সার্বিক পর্যালোচনাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য সাব্বির হোসেন ভূঁইয়া, শামসুল ইসলাম শাহজাহান, জাহাঙ্গীর ভূঁইয়া, আব্দুল জামিল, সহ-সভাপতি গোলাম হাফিজ, উপদেষ্টা জাহাঙ্গীর মাহমুদ, হাবিব চৌধুরী, সুব্রত চৌধুরী, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম টফি, সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, জয়ন্ত সিংহ, প্রচার সম্পাদক আব্দুল কাদের, কার্যকরী সদস্য আহসান হাবীব, শেখ শওকত আলী শিমুল, সাংবাদিক মো. শাহীন প্রমুখ।
সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির কর্মকর্তারা ‘বৈশাখী উৎসব’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করেন এবং অনুষ্ঠানের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরো ভালো অনুষ্ঠান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম টফি বৈশাখী উৎসবের আয়-ব্যয়ের হিসাব সভায় পেশ করেন।
সভায় পবিত্র রমজান মাসে ইফতার পার্টি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতি শহীদ খানের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।