আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরীর জয়

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবন্দের সাথে নির্বাচনে বিজয়ী সুব্রত চৌধুরী।

ঠিকানা রিপোর্ট : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান সুব্রত চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেছেন। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত ভোটের ফলাফল অনুযায়ী আগামী তিন বছর মেয়াদী আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য পদের নির্বাচনে দুই হাজার তিনশরও বেশি ভোট পেয়ে তিনি বিজয়ী হন। আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসাবে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
উল্লেখ্য, ছয়জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। সুব্রত চৌধুরী তার নির্বাচনী প্রচারণায় বিভিন্ন কমিউনিটির লোকজনের যে ব্যাপক সাড়া পেয়েছিলেন, নির্বাচনী ফলাফলে তার যথাযথ প্রতিফলন ঘটেছে।
সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট-এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাংবদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন। দক্ষ অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি রয়েছে। এছাড়াও তিনি আটলান্টিক সিটিতে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।
এদিকে গত ৯ নভেম্বর সন্ধ্যায় সুব্রত চৌধুরীর এমন চমক জাগানিয়া বিজয় উদযাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার। অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো- কথামালা, বিজয় ভোজ ও সংগীতানুষ্ঠান।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, মো. গিয়াসউদ্দিন, রহমান বাবুল, মো. আইয়ুব, মনিরুজ্জামান মনির, মো. বেলাল, সাখাওয়াত হোসেন, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, ইউনাইট হেয়ার লোকাল ৫৪-এর ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ শহীদ, বীমা ব্যক্তিত্ব সৈয়দ রামীম প্রমুখ।