আততায়ীর হামলায় নিহত ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী

ঠিকানা অনলাইন : ইরানের রাজধানী তেহরানের কাছে আততায়ী হামলায় নিহত হয়েছেন দেশটির শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ।

২৭ নভেম্বর শুক্রবার রাতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

তেহরানের দামাবন্দ এলাকায় ফখরিজাদাহর ওপর হামলার পর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে একে কোনো ‘রাষ্ট্রের মদদে’ হয়েছে বলে জানিয়েছেন। আন্তর্জাতিক কূটনীতিকরা তাকে ‘ইরানি বোমার জনক’ হিসেবে অভিহিত করতেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ফখরিজাদাহের গাড়িতে গুলি চালানোর আগে সন্ত্রাসীরা একটি গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

ঠিকানা/এনআই