বিশ্বচরাচর ডেস্ক : যে সমাজে বক্সিংকে পুরুষের খেলা মনে করা হয়। নারীদের জন্য যা চর্চা করা নিষেধ করা হয়। সে সমাজের নারীরা এখন এ খেলাকে নিজেদের পছন্দনীয় ক্রীড়ায় পরিণত করেছেন। ভিড় জমাচ্ছেন বক্সিং সেন্টারগুলোতে। সৌদি নারীরা মনে করেন, বক্সিং আত্মরক্ষার একটি উত্তম শিল্প। এর মাধ্যমে নারীরা তাদের শারীরিক এবং মানসিক বিকাশের সুযোগ লাভ করবে। চলাফেরায় স্বাচ্ছন্দ্য বোধ করবে।
এ জন্যই তারা এ ক্রীড়িয়াকে বেছে নিয়েছেন। রাজধানী রিয়াদের একটি বক্সিং পয়েন্টে প্রশিক্ষণরত ইসরা কাদেরি জানান, বক্সিং এটি আত্মার ক্রীড়া। যা নারীকে এনে দেয় লালিত্য বুদ্ধিমত্তা, আত্মার খোরাক জোগায়। এবং প্রয়োজনের মুহূর্তে আত্মরক্ষা ও হয়। এ জন্য তিনি তরুণীদেরও আহ্বান এ ক্রীড়ায় অংশ নিতে। নারীদের ব্যক্তিত্ব বিকাশেও এর ভূমিকা রয়েছে। পরবর্তী প্রজন্মের কাছে এ সংস্কৃতি প্রসার করতে চান এ ক্রীড়িয়ায় অগ্রগামীরা। সূত্র : আল-আরাবিয়া