আধ-কপালে মাথাব্যথা

ঠিকানা রিপোর্ট: আমাদের অনেকের মাথার বাম পাশে আবার অনেকের মাথার ডান পাশে প্রায়শ মাথা ব্যথা হয়ে থাকে। বাহ্য দৃষ্টিতে আমার মাথা বলে যা নির্দেশ করে থাকি মূলত তা ৪টি অংশ নিয়ে গঠিত। আবার প্রতিটি অংশের কাজও স্বতন্ত্র বা আলাদা। মানুষের মস্তিষ্কের চিন্তাÑশক্তি ও দেহকে পরিচালনার দায়িত্ব পালন করে লঘু মস্তিষ্ক।
মদ পান করলে মানুষের লঘু মস্তিষ্ক সহজে আক্রান্ত হয় বিধায় চলাফেরায় মানুষ স্বাভাবিকত্ব হারিয়ে ফেলে এবং আলুথালু ভাব পরিলক্ষিত হয়। এমনকি মানুষের কথাবার্তায়ও জড়তা সৃষ্টি হয়। অনুরূপভাবে মস্তিষ্কের বাম অংশ শরীরের ডান দিক এবং ডান অংশ শরীরের বামদিক নিয়ন্ত্রণ করে। তাই যাদের মাথার বাম অংশে ব্যথা হয় তাদের শরীরের ডান দিক এবং যাদের মাথার ডান অংশে ব্যথা হয় তাদের শরীরের বাম দিক অচল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অনবদ্য কারণে আধ-কপালে মাথা ব্যথাকে উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়। আধ কপালে মাথা ব্যথা দীর্ঘস্থায়ী হওয়ার আগেই তাই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ রইল।