নিজস্ব প্রতিনিধি : আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য আন্তর্জাতিক মূল্যেই স্থানীয়ভাবে শটগান ও কার্তুজ কেনা হচ্ছে। এই বাহিনীর জন্য ৩০ হাজার ১২টি শটগান ও ৩ লাখ শটগানের কার্তুজ কেনা হবে। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের আগেই এগুলো সংগ্রহ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইতালি, তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে শটগান ও কার্তুজ সরবরাহের প্রস্তাব পাওয়া যায়। তুরস্ক ছাড়া অপর দুই দেশের রেট কাছাকাছি, ইতালির বেনেলি নামক কোম্পানি এস নোভা ১৮ দশমিক র্৫র্ (৬+১) ১০ হাজার শটগান সরবরাহের প্রস্তাব করে। রেট দেয় শটগান-প্রতি ৫০৮ মার্কিন ডলার। যুক্তরাজ্যের বিটিআই নামক অস্ত্রশস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানও ১০ হাজার শটগান সরবরাহের প্রস্তাব করে। রেট দেয় প্রতিটি ৪৯৯ মার্কিন ডলার। তুরস্কের হাটসান কোম্পানির রেট তুলনামূলকভাবে অনেক কম। তারা প্রতিটি শটগানের মূল্য চায় ২৯৫ মার্কিন ডলার। তারাও ১০ হাজার শটগান সরবরাহ করার কথা জানায়। স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের চাহিদামাফিক ৩০ হাজার শটগান সরবরাহ করা সম্ভব নয় বলে জানিয়ে তারা এ প্রস্তাব করে।
ইতালি ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শটগান তুরস্কের চেয়ে উন্নতমানের। ইতালি ও যুক্তরাজ্যের কোম্পানি প্রস্তাবিত শটগানের সমানের শটগান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি উৎপাদন করতে সক্ষম। দামও কাছাকাছি। ডিসেম্বরে নির্বাচনের আগেই মেশিন টুলস ফ্যাক্টরির পক্ষে পুরো ৩০ হাজার শটগান সরবরাহ করা সম্ভব বলে জানানো হয়েছে। তারা দিনরাত তিন শিফটে ২৪ ঘণ্টা ফ্যাক্টরি চালু রেখে উৎপাদন করবে বলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলকে লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে। দাম, মান ও রাষ্ট্রীয় মালিকানার প্রতিষ্ঠান প্রভৃতি দিক বিবেচনা করে মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকেই কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রতিটি শটগানে ব্যয় পড়বে ৪৫ হাজার টাকা।
অন্যদিকে ৩০ লাখ শটগানের কার্তুজও মেশিন টুলস ফ্যাক্টরি থেকে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্তুজ-প্রতি তাদের বিক্রয়মূল্য ১৬৫ টাকা। পোল্যান্ডের ঋধস ঢ়রড়হশর ১ দশমিক ২৭ ডলার (বাংলাদেশি টাকায় ১০৬ টাকা) মূল্যে ১৮ হাজার পিস কার্তুজ সরবরাহের প্রস্তাব দেয়। তুরস্কের ংধৎংরষসধ ২ নামক প্রতিষ্ঠান ১২ হাজার পিস কার্তুজ পাঠানোর প্রস্তাব দেয়। রেট দেয় প্রতি পিস ১ দশমিক ৯২ ডলার (১৬০ দশমিক ৮০ টাকা)। ইতালির বরনার্গি নামক একটি প্রতিষ্ঠান থেকেও প্রস্তাব পাওয়া যায়। সরকার মেশিন টুলস ফ্যাক্টরি থেকেই কেনার সিদ্ধান্ত নিয়েছে। শটগান ও কার্তুজ কেনা বাবদ মোট ব্যয় হবে ১৪৭ কোটি ৪৮ লাখ টাকা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সুসজ্জিত করার জন্যই এসব অস্ত্র জরুরি ভিত্তিতে সংগ্রহ করা হচ্ছে। এই বাহিনী সদস্যদের অস্ত্র অতি পুরোনো, অনেক ক্ষেত্রেই ব্যবহারের অনুপযোগী। এই বাহিনীর সদস্যদের নিরস্ত্র অবস্থায় নির্বাচনী দায়িত্ব পালন করতে হয়। বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে তাদের অস্ত্রেশস্ত্রে সজ্জিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।