নিজস্ব প্রতিনিধি : আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অস্ত্রে সজ্জিত করা হচ্ছে। প্রথম পর্যায়ে আনসারদের হাতে শটগান দেীয়া হবে। পরবর্তী ধাপে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃস্থানীয়দের অস্ত্র সরবরাহ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে আনসার বাহিনীর ৩০ হাজার সদস্যের জন্য সমসংখ্যক শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সঙ্গে ৩০ লাখ শটগানের ৩০ লাখ গুলি কেনা হবে। এই শটগান ও গুলি বিদেশ থেকে না কিনে মেশিন টুলস ফ্যাক্টরি থেকে সংগ্রহ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত মেশিন টুলস ফ্যাক্টরিকে তিন থেকে চার মাসের মধ্যে এই অস্ত্র ও গুলি সরবরাহ করতে বলা হয়েছে। অত্যন্ত দক্ষতার সঙ্গে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এই ফ্যাক্টরি তা করতে সক্ষম বলেও জানানো হয়েছে। তাদের কী পরিমাণ অর্থ ব্যয় হবে জানতে চাওয়া হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সাধারণত লাঠি হাতে দায়িত্ব পালন করে থাকেন। গ্রামাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। জঙ্গি, সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি, দুষ্কৃতকারী, অসামাজিক কর্মকা-ে লিপ্তদের হাতে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র চলে আসায় নিরস্ত্র আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আইনশৃঙ্খলা রক্ষা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার সংস্থাসমূহের নির্বাচনে এই বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। এই বাহিনীর নিরস্ত্র সদস্যদের পক্ষে লাঠি হাতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। আগামী সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের কাছেও অস্ত্র থাকবে। ৩০ হাজার শটগান দেওয়া হবে আনসার বাহিনীর সদস্যদের কাছে।