আন্দোলনের মাধ্যমে খালেদাকে মুক্ত করতে হবে: হেলাল খান

ঠিকানা রিপোর্ট : বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে মুক্ত করতে হবে। স্বৈরাচারী সরকার ১৯৭৫ সালের মতো আবারও একদলীয় সরকার ব্যবস্থা কায়েমের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের সে অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাল্লাহ। আগেও তারা ব্যর্থ হয়েছিল। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সাধারণ সম্পাদক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান এসব কথা বলেন তিনি।
গত ২১ মে সন্ধ্যায় ব্রুকলীনের গ্রীন হাউজ রেস্টুরেন্ট হলে যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন হেলাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, আলহাজ্ব সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, ব্রুকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী, বিএনপি নেতা ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ।


হেলাল খান তার বক্তব্যে বলেন, আমরা খুব ভালো নেই। কারণ আমাদের মা, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জেলে। মনে অনেক কষ্ট। বুকের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে বিপ্লবের মাধ্যমে এ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে। তাহলেই আমাদের মাকে মুক্ত করতে পারবো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপি বিএনপি নেতা শেখ হায়দার আলী, নাসিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, সোহরাব হোসেন, হারুনুর রশিদ মামুন, গোলাম মাহমুদ প্রমুখ। বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে সমাবেশে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সানা উল্লাহ।