
ডা. সায়লা ইয়াসমিন :
স্বাধীন দেশ বাংলাদেশ
সবুজ শ্যামল নদীর দেশ
আজ হতে বাহান্ন বছর আগে
মুক্তি ছিল না যার ভাগ্যে
শৃঙ্খলে বেঁধেছিল ভূস্বামীরা
আর পরাধীন করে রেখেছিল
স্বাধীনতাবিরোধীরা
শত্রুদের বসতি ছিল পুরো বাংলায়
আর মোদের আলাদা করেছিল পূর্ব বাংলায়
পরিবেশটা ছিল বড়ই অস্থির
মুক্তির আশে কেবলই অধীর
ছিল না মর্ম বোঝার কেউ তো
কান্নাগুলো গুমরে বাতাসে মিশে যেত
বাঙালির চেষ্টা থাকত কোনোভাবে বাঁচার
ওদিকে সম্পদ হয়ে যেত ওপারে পাচার
কেউ না কেউ অভুক্ত থাকত
তখন কর্ম ছিল খুবই সীমিত
জনেরা সঠিক চাকরি পেত না
নিচু পদ ছাড়া কোনো কাজ জুটত না
সহ্য করে সকল ঘাত-প্রতিঘাত
ঐসব অবিচারের উঠে প্রতিবাদ
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে
যা স্বাধীনতার স্বপ্ন বোনে
তারপর আসে…
২৫ শে মার্চের ভয়াল রাত
শত্রুরা দেখাল তাদের জাত
তারা গণহত্যা আর নৃশংসতা চালাল
তাই তো ২৬ শে মার্চে স্বাধীনতার ঘোষণা এল
বাঙালি জাতি তাই তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল
হত্যা, ধর্ষণ, অত্যাচার সহ্য করেও
নয় মাসেই মুক্তি ছিনিয়ে এনেছিল
এভাবেই…মুক্তিযোদ্ধারা…
বাংলা মায়ের গলায় পরিয়েছে
বিজয়ের লাল-সবুজ পতাকা
যার প্রতিটি পাতায় সাহসিকতার ছবি আঁকা
এভাবেই জন্ম হলো মোদের আপন দেশ
স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ।
রচিত হলো নতুন একটি মানচিত্র
যার বুকটা জুড়ে শুধুই বৈচিত্র্য
বীরদের বীরত্বে পাওয়া এই স্বাধীনতা
দিয়েছে বাংলাদেশি নামক জাতীয়তা
স্বাধীনতা তুমি মুক্ত বায়ুতে জুড়িয়েছ প্রাণ
দিয়েছ ফিরিয়ে চিরচেনা মাটির সুঘ্রাণ
স্বাধীনতা তুমি বিশ্বে দিয়েছ নতুন পরিচয়
তাই তো অবাক পৃথিবী তাকিয়ে রয়!