আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে হামলা, নিহত ১৪

বিশ্বচরাচর ডেস্ক: আফগানিস্তানের সাধারণ নির্বাচনে নারী প্রার্থী নাজিফা ইউসুফির সমর্থনে চলা সমাবেশে হামলায় ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাকহার প্রদেশে এ ঘটনা ঘটে বলে এনডিটিভি’র খবরে বলা হয়েছে।

তাকহার প্রদেশের পুলিশ বাহিনীর মুখপাত্র খলিল আসির বলেন, সমাবেশে যোগ দেয়ার আগমুহূর্তে বিস্ফোরণটি ঘটে। সাধারণ নির্বাচনের প্রার্থী নাজিফা ইউসুফির নির্বাচনী সমাবেশের পাশে একটি মোটরসাইকেলে বিস্ফোরক লাগিয়ে রেখেছিল জঙ্গিরা। তবে প্রার্থী নাজিফা অক্ষত রয়েছেন।

তিনি আরো বলেন, হতাহতদের মধ্যে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। আসছে ২০ অক্টোবর আফগানিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তালেবান নির্বাচনটি প্রতিহত করার ঘোষণা দিয়েছে।