আফনিস্তানের তালেবানদের হামলায় এক নির্বাচনী প্রার্থীসহ ৪ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির দক্ষিণের হেলমান্দ প্রদেশের চালানো হামলায় আরো ৭ জন আহত হয়েছেন। খবর আলজাজিরা’র।
হেলমান্দ প্রদেশের গভর্নর ওমার যাওয়াকের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আব্দুল জাবার কাহারমান নামের নিহত ওই প্রার্থীর আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তানের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল। বুধবার হেলমান্দ প্রদেশের লাশকার গাহ শহরে ওই প্রার্থীর অফিসে ঢুকে তাকে হত্যা করা হয়। ওমার যাওয়াক বলেন, কাহারমানের নির্বাচনী প্রচারণার অফিসের নিচে বোমাটি বিস্ফোরিত হয়। আমরা একই বিষয়টি নিয়ে তদন্ত করছি।
এদিকে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে তালেবান জঙ্গিরা। এ ছাড়া তালেবানদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে তারা আগামী শনিবার আফগানিস্তানে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের অংশগ্রহণ করতে নিষেধ করেছে।তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, জনগণ যারা এই নির্বাচনী প্রক্রিয়াকে সফল করার জন্য নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে হামলা চালানো হবে।
উল্লেখ্য, গত ২ মাসে তালেবানদের করা হামলায় কাহারমান সহ এ পর্যন্ত ১০ জন নির্বাচনী প্রার্থী নিহত হয়েছেন।