ঠিকানা অনলাইন : কিছুদিন আগেই বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর্তমানে চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছেন তিনি। এদিকে গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমাটি ‘যশোদা’।
সিনেমাটি দর্শকমহলে বেশ সাড়াও ফেলেছে। এরইমাঝে নতুন খবরে শিরোনামে এলেন এই অভিনেত্রী। আবারও প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সামান্থা। ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে, খুব শিগগিরই বিজ্ঞাপনের কাজে একসঙ্গে দেখা যাবে তাদের।
দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের খবর, সামান্থা-নাগা দু’জনই এই বিষয়ে ওয়াকিবহাল যে, জুটি হিসেবে তারা খুবই জনপ্রিয়। এছাড়া সামান্থার অসুস্থতার সময় তার খোঁজ খবর নেন নাগা চৈতন্য। এখনও যে সামান্থাকে বন্ধু বলে মনে করেন নাগা এটাই তার প্রমাণ।
এদিকে দিনকয়েক আগে করণ জোহরের শোতে সামান্থা জানান, তার ও প্রাক্তন স্বামীর সম্পর্ক অনেকটাই স্বাভাবিকের পথে। যদিও ওটিটি খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়েছে নাগার।
উল্লেখ্য, গত বছর বিবাহবিচ্ছেদ হয় নাগা চৈতন্য ও সামান্থার। বিয়ে ভেঙে গেলেও প্রাক্তন স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে ফোন করে তার খোঁজখবর নেন নাগা। সেই সময় সামান্থার সঙ্গে দেখা করতে যান অভিনেত্রীর প্রাক্তন শ্বশুর নাগার্জুন। এমন সব খবরে নেটিজেনরা এরইমধ্যে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন। অনেকেই আশা প্রকাশ করছেন হয়তো আবারও দু’জন এক হবেন! এখন দেখার বিষয় গুঞ্জন কোথায় গিয়ে শেষ হয়!
ঠিকানা/এসআর