মডেল-অভিনেত্রী মোনালিসা আমেরিকা প্রবাসী হয়েছেন কয়েক বছর আগেই। মাঝে মধ্যে বাংলাদেশে আসেন তিনি। সেই ধারাবাহিকতায় এপ্রিল মাসে এসেছিলেন এবার। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয়ে দেখা গেছে তাকে। ছুটি শেষে গত ৭ জুলাই আবার আমেরিকায় উড়াল দিয়েছেন মোনালিসা। তবে যাওয়ার আগে আগামী ঈদের জন্য তিনটি নাটকে কাজ করেছেন। এগুলো হলো- সুমন আনোয়ারের পরিচালনায় ‘যখন সবকিছু থেমে যায়’, সঞ্জয় সমাদ্দারের ‘এক যে ছিল মা’ ও শরীফুলের ‘লুকিয়ে ভালোবাসবো তারে’। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন- আফরান নিশো, ইরফান সাজ্জাদ ও সজল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাওয়ার বেলায় সঙ্গে কিছু মধুর স্মৃতি নিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আবার এসে আপনাদের জন্য ভালো কাজ করে যেতে পারি।’ আমেরিকায় মোনালিসা কসমেটিকস ও বিউটি প্রোডাক্ট সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করেন।
- বিজ্ঞাপন -