আবারো লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি

বিশ্বচরাচর ডেস্ক : লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব নিতে যাচ্ছেন সাদ হারিরি। এবার তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। গত ২৫ মে দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন সাদ হারিরিকে প্রধানমন্ত্রী মনোনীত করে নতুন সরকার গঠনের নির্দেশ দেন।
প্রতিবেদনে বলা হয়, লেবাননের পার্লামেন্টের ১২৮টি আসনের ১১১টিতেই সাদ হারিরির নেতৃত্বাধীন দল জয়লাভ করে। এ নিয়ে তৃতীয়বার লেবাননের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন হারিরি। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালনের পর ২০১৬ সালে পুনরায় প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন তিনি।
হারিরি বলেন, ‘প্রেসিডেন্ট মিশেল আউন আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। সংবিধান অনুযায়ী আমি সরকার গঠন করব। আমি প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্যদের ধন্যবাদ জানাই।’
৬ মে নির্বাচনে হারিরি’র ফিউচার মুভমেন্ট দলটি তাদের এক-তৃতীয়াংশ ক্ষমতা হারালেও এখনো ২০ আসন নিয়ে সবার চেয়ে এগিয়ে। হিজবুল্লাহ ও তাদের মিত্ররা ৭০টি আসন পায়।
লেবাননের ক্ষমতা বিভাজনের নিয়মানুযায়ী প্রধানমন্ত্রীকে অবশ্যই সুন্নি মুসলিম হতে হবে। স্পিকারকে হতে হবে শিয়া। আর প্রেসিডেন্ট হবেন মারোনিট খ্রিষ্টান। হিজবুল্লাহর মিত্র নাবিহ বেরি গত ২ মে অ্যাসেম্বলি স্পিকার হিসেবে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হন।