আবার ক্ষমতায় আসবেন মোদি

বিশ্বচরাচর ডেস্ক: ভারতে আগামী বছর লোকসভা নির্বাচনে ‘সামান্য ব্যবধানে হলেও জয়’ পাবে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এবং দ্বিতীয় দফায় আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। এক নির্বাচনী সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। গতকাল এ খবর দেয় ইন্ডিয়ান এক্সপ্রেস।

এবিপি নিউজ ও সি ভোটার যৌথভাবে এ সমীক্ষাটি চালায়। এতে প্রশ্ন করা হয়, আজই নির্বাচন হলে কাকে তারা ভোট দেবে। সমীক্ষা বলছে, নির্বাচনে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) শতকরা ৩৮ ভাগ ভোট পেয়ে ২৭৬ আসনে জয় নিশ্চিত করবে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) পাবে ২৫ শতাংশ ভোট, আসন পাবে ১১২টি। অন্য দলগুলো ৩৭ শতাংশ ভোট পেয়ে মোট ১৫৫ আসনে জয় পাবে।

লোকসভায় মোট আসন ৫৪৩টি। সরকার গড়তে হলে দরকার ২৭২টি আসন। ফলে সমীক্ষামতে, অতিকষ্টে মাত্র চারটি আসনের ব্যবধানে সরকার গড়তে পারে এনডিএ। কিন্তু এই নির্বাচনে বিজেপি আর একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বিজেপি এককভাবে পাবে ২৪৮টি আসন। ২০১৪ সালে সর্বশেষ লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে পেয়েছিল ২৮২টি আসন, আর তাদের এনডিএ জোট পেয়েছিল ৩৪১টি আসন।

সমীক্ষায় আভাস মিলেছে, পাঞ্জাব ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় বড় ব্যবধানে জয় পাবে ইউপিএ। আর এনডিএ জয় পাবে উড়িষ্যা, হরিয়ানা এবং উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয়। লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে উৎখাতে বিরোধীরা ‘বৃহত্তর এক্য’ গড়ার কথা ভাবছে। মোদিবিরোধী মহাজোটে কংগ্রেস চায় নেতৃত্ব দিতে।

পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টির মায়াবতী এবং কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এ জোটে যুক্ত হতে চায়। কিন্তু লোকসভায় জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, এমন একটি ইস্যুতে জোট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়নি এখনো।