আবার বিয়ে করলেন সংগীতশিল্পী অর্ণব

ঠিকানা অনলাইন : ভারতের সংগীতশিল্পী সুনিধি নায়েককে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শায়ান চৌধুরী অর্ণব। এটি অর্ণবের দ্বিতীয় বিয়ে।

২৮ অক্টোবর বুধবার কলকাতায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। তাদের বিয়েতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি ও তার স্ত্রী রাফিয়াথ রাশিদ মিথিলা।

নতুন জীবনে অর্ণব ও সুনিধিকে স্বাগত জানিয়ে সৃজিত ফেসবুকে একটি পোস্ট করেন। এতে তিনি লেখেন, ‘হারিয়ে গিয়েছ। এই তো জরুরি খবর! কংগ্রাচুলেশনস অর্ণব ও সুনিধি।’ বোন মিথিলাও বিয়ের কিছু ছবি দিয়ে অর্ণবকে শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকে।

অর্ণব দীর্ঘদিন ধরে কলকাতায় আছেন। শান্তিনিকেতনে তার সঙ্গে পরিচয় হয় আসামে জন্ম নেওয়া সুনিধির। পরিচয়ের পর বেশ কয়েকবার সুনিধিকে নিয়ে বাংলাদেশে শো করতে আসেন অর্ণব।

সুনিধি নায়েক ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীতে স্নাতকোত্তর পড়ছেন। তিনি একজন পেশাদার এসরাজ বাদক। বাজাতে জানেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত। গান করেন। মডেলিংয়েও আগ্রহ রয়েছে তার।

২০০১ সালে ভারতীয়-বাংলাদেশি সংগীতশিল্পী সাহানা বাজপেয়ীকে বিয়ে করেন অর্ণব। বিয়ের ৭ বছর পর ২০০৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর সাহানা লন্ডনের এক নাগরিককে বিয়ে করেন। কিন্তু এত দিন‘ব্যাচেলর’-ই ছিলেন অর্ণব।

ঠিকানা/এনআই