
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরে বিনিয়োগ, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। গত ১৭ ফেব্রুয়ারি আবুধাবির সেন্ট রেগিজ হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী সুলতান আল মনসুরির নেতৃত্বে ১৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠকের পর এসব সমঝোতা স্মারক সই হয়। খবর বাসস।
প্রথম সমঝোতাটি সই হয়েছে গভর্নমেন্ট অব দুবাইয়ের সঙ্গে বাংলাদেশের সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) চুক্তি। এতে সই করেছেন নৌপরিবহন সচিব এম আব্দুস সামাদ ও ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম।
আরেকটা সমঝোতা হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির। এতে সই করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির গ্রæপ সিইও সাইফ আল ফালাসি।
তৃতীয় সমঝোতা স্মারক সই হয়েছে আমিরাতের রাজপরিবারের সদস্য ও বিনিয়োগকারী শেখ আহমেদ ডালমুখ আল মাখতুম এবং পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদের মধ্যে। এর আওতায় দুই ধাপে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াটের এলএনজি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং ১০০ মেগাওয়াটের আরেকটি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা বলা হয়েছে।
চতুর্থ চুক্তি হয়েছে মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে। এটাতেও সই করেছেন শেখ আহমেদ ডালমুখ আল মাখতুম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হচ্ছে যে এটার ভেতর দিয়ে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে ব্যবসার একটা নতুন দ্বার উন্মোচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা আমরা আগে কখনো দেখিনি।’
বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহেমদ ও প্রেস সচিব ইহসানুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রী : সংযুক্ত আরবআমিরাত (ইউএই) সরকারের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে এ প্রদর্শনীতে যোগ দেন তিনি। আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সামরিক কর্মকর্তা ও সরকারি সংস্থার জন্য সামরিক কাজে ব্যবহৃত যন্ত্রাংশ এবং সামগ্রী প্রদর্শিত হচ্ছে এতে।
এর আগে প্রধানমন্ত্রী প্রদর্শনী কেন্দ্রে পৌঁছলে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন সুলতান আল-নাহিয়ান তাকে অভ্যর্থনা জানান।
আমিরাতে প্রধানমন্ত্রীকে বাঙালি কমিউনিটির সংবর্ধনা : সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঙালি কমিউনিটির সদস্যরা সংবর্ধনা দিয়েছেন। রোববার আবুধাবি বিমানবন্দরে প্রধানমন্ত্রী পৌঁছলে সংবর্ধনা দেয়া হয়।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাঙালি কমিউনিটির নেতা ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন (বাবুল), বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার এবং বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সওকত আকবর। এ সময় উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান, মন্ত্রিপরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা।