আবুধাবিতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ঠিকানা অনলাইন : বাংলাদেশের বিমানবন্দরগুলোতে ভিজিট ভিসাধারী যাত্রীদের বিমানবন্দরের অসাধু কর্মচারীদের দ্বারা হয়রানি ও কন্ট্রাক্ট বাণিজ্যের প্রতিবাদে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিন তফাদার, আব্দুল মান্নান, আতাউর রহমান আতা, শাহেদ নূর, বেলাল উদ্দিন, মুজিবুর রহমান, জহিরুল ইসলাম, মাহবুব আলম চৌধুরী, আজমল খান, আসাদুর রহমান, তারেক আহমদ, বশির আহমদ, আব্দুল ওদুদ, ফারুক আহমদ, মাছুম আহমদ, আব্দুর রহিম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার ভিজিট ভিসায় বাংলাদেশিদের আসতে দিচ্ছে। ভিজিট ভিসায় আমিরাতে আসার পর ভিসা চেঞ্জ করে কোম্পানির মাধ্যমে ভিসা বা পার্টনার ভিসা লাগানোর সুযোগ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ বিমানবন্দরে ভিজিট ভিসাধারীদের আটকে দেওয়া হচ্ছে।

তারা বলেন, বিমানবন্দরের কিছু অসাধু কর্মচারীর কারণে বৈধ ভিজিট ভিসাসহ যাবতীয় ডকুমেন্ট থাকা সত্ত্বেও আসতে দেওয়া হচ্ছে না। এই অসাধু কর্মচারীরা কন্ট্রাক্ট বাণিজ্যের মাধ্যমে ভিজিট ভিসার মানুষকে আসতে দিচ্ছে। যারা কন্ট্রাক্ট করছে না, তাদের আটকে দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, এ অবস্থা চলতে থাকলে অচিরেই আমিরাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। যত দূত সম্ভব এসব সমস্যা সমাধান করে ভিজিট ভিসাধারীদের আমিরাতে আসতে দেওয়ার সুযোগ দেওয়া হোক।

প্রবাসী ব্যবসায়ীরা এ ব্যাপারে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান।

ঠিকানা/এনআই