‘আমরা ঐক্যবদ্ধ হলে সন্ত্রাসীরা পরাজিত হবে’

জেএমসি ওয়ে’র আনুষ্ঠানিক উদ্বোধন

ঠিকানা রিপোর্ট: জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনের রাস্তাটি এখন আর ১৬৮ স্ট্রিট নামে পরিচিত হবে না। এটি পরিচিতি হবে জেএমসিওয়ে নামে। ১৬৮ স্ট্রিটের হাইল্যান্ড এভিনিউ থেকে গোথিক এভিনিউ পর্যন্ত রাস্তাটির আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছে জেএমসি ওয়ে। ১৫ মার্চ শুক্রবার বাদ জুম্মা এই রাস্তার নামরকণের ফলক উন্মোচন করেন কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান।

(উপরে বাঁ থেকে) কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স, কংগ্রেসওম্যান গ্রেস মেং, কাউন্সিলম্যান লোরি র‌্যান্সম্যান, পুলিশ কমিশনার জেমস ওনীল, স্টেস এাসেম্বলীম্যান ডেভিড উইরপিন ও
সাবেক প্রেসিডেন্ট খাজা মিজান হাসান

তিনি জ্যামাইকা মুসলিম সেন্টারের নেতৃবৃন্দকে নিয়ে এই নামফলকের উদ্বোধন করেন। এই সাফল্যের জন্য কাউন্সিলম্যানকে জ্যামাইকাবাসীর পক্ষ থেকে ও জ্যামাইকা মুসলিম সেন্টারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স, কংগ্রেস ওমেন গ্রেস মেং, কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান, স্টেট এ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, ড্যানিয়েল প্রমুখ।

(উপরে বাঁ থেকে) ইমাম সামসে আলী, প্রেসিডেন্ট ডা. সিদ্দিকুর রহমান, সেক্রেটারী মঞ্জুর আহমেদ চৌধুরী, কাউন্সিলম্যান কস্টা, স্টেট এ্যাসেম্বলীম্যান ড্যানিয়েল ও সৈয়দ মোজাফফর

এছাড়াও কয়েকজন কাউন্সিলম্যান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ কমিশনার জেমস ওনিলও উপস্থিত ছিলেন। এছাড়াও জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডাঃ সিদ্দিকুর রহমান, সেক্রেটারী মঞ্জুুর আহমেদ চৌধুরীসহ নেতৃবৃন্দ ও জ্যামাইকার কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউ ইয়র্ক : জেএমসিওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছবি-ঠিকানা।

অনুষ্ঠানে সকলের বক্তৃতাতে ওইদিন প্রাধান্যপায় নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনাটি। তারা সবাই ওই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এই ধরণের ঘটনার প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান স্থলে ও মসজিদের বাইরে সেদিন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নিউজিল্যান্ডের ঘটনার পর নিউইয়র্কের বিভিন্ন মসজিদে পুলিশ মোতায়েন করা হয়েছে এনওয়াইপিডির পক্ষ থেকে।

নিউ ইয়র্ক :জেএমসিওয়ের উদ্বোধনী সুধী ও গণমাধ্যম কর্মীদের একাংশ। ছবি-ঠিকানা।

পুলিশ কমিশনার জেমস ওনিল দৃঢ় কন্ঠে উচ্চারণ করেন নিউইয়র্ক পুলিশ নিউইয়র্কবাসীর সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিরসলভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও তা অব্যাহত থাকবে। তিনি কাউকে নিউজিল্যান্ডের ঘটনায় ভীত না হবারও আহ্বান জানান। সন্ত্রাস নির্মুলে ও অপরাধ নির্মূলে নিউইয়র্ক পুলিশ কোন ধরণের ছাড় দিবে না বলেও জানান।

নিউ ইয়র্ক : জেএমসিওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সুধীর একাংশ। ছবি-ঠিকানা।

তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হলে সন্ত্রাসীরা পরাজিত হবে। পুলিশ কমিশনার আরো বলেন, আজকে এই রাস্তার নাম জেএমসি ওয়ে হলো এটা খুবই ভাল লাগছে। এইজন্য কাউন্সিলম্যান ও জ্যামাইকা মুসলিম সেন্টারের সকলকে ধন্যবাদ। তিনি নিউজিল্যান্ডের ঘটনায় দুখঃপ্রকাশ করেন। বলেন, এনওয়াইপিডি আপনাদের সকলের নিরাপত্তা বিধান করছে ও করবে। আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেট্রোল বাড়িয়েছি। ক্যামেরাও বাড়িয়েছি। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা বিধান করা হবে। নিউইয়র্ক পুলিশ কোন ধরণের ভায়োলেন্স ও টেরোরিস্ট পিউপিলকে সহ্য করবে না।

নিউ ইয়র্ক :জেএমসিওয়ের উদ্বোধন করেন কাউন্সিলম্যান লোরি ল্যান্সম্যান। ছবি-ঠিকানা।

উল্লেখ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মুসলিম কমিউনিটির পরিচালনাধীন সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসিলম সেন্টার। এর সামনের রাস্তাটির নামকরণ জেএমসি ওয়ে করা ও ওয়ান ওয়ে করার জন্য ডিসেম্বরের শেষ নাগাদ নিউইয়র্ক সিটি কাউন্সিলে এই বিষয়ে একটি বিল পাস হয়। পাশকৃত বিলটি এক মাসের মধ্যে আইনে পরিণত হয়। মেয়র ব্লাজিও এই বিলে স্বাক্ষর করেন।

নিউ ইয়র্ক : জেএমসিওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়োজিত এনওয়াইপিডির সদস্যরা। ছবি-ঠিকানা।

জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনের রাস্তাটি এর আগে ওয়ান ওয়ে করা হয়েছে। এই রাস্তায় যাতে কোন ধরণের দূর্ঘটনা না ঘটে ও মসজিদে মুসল্লীদের আসা যাওয়ার সুবিধা হয় সেই জন্য এইটিকে ওয়ান ওয়ে করা হয়। এর আগে ১৬৮ স্ট্রিটটিকে ওয়েন ওয়ে করা এবং এর নামকরণ জেএমসি ওয়ে করার জন্য স্থানীয় কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান নিউইয়র্ক সিটি কাউন্সিলে একটি প্রস্তাব দেন। এর প্রেক্ষিতে ১৬৮ স্ট্রিটের নামকরণ ঠিক রেখে কেবল ১৬৮ স্ট্রিটের হাইল্যান্ড এভিনিউ থেকে গোথিক এভিনিউ পর্যন্ত রাস্তাটির নামকরণ ১৬৮ স্ট্রিটের পাশাপাশি জেএমসি ওয়ে নামে পরিচিত হবে। সেই হিসাবে শুক্রবার দুপুর থেকে এটি আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়। এই উপলক্ষে জ্যামাইকা মুসলিম সেন্টারে বাদ জুম্মা এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নামাজের আগে থেকেই অনুষ্ঠানে অতিথিরা আসতে শুরু করেন। নামাজের পর অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স, কংগ্রেস ওমেন গ্রেস মেং, কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান, পুলিশ কমিশনার জেমস ওনিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইমাম শামস আলী। অনুষ্ঠানে গভর্ণর ও মেয়রের অফিস থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। জেএমসি’র সেক্রেটারী মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, আজকে এই রোডের নাম যে জেএমসি ওয়ে করা হলো এর পেছনে জ্যামাইকা মুসলিম সেন্টার থেকে আমরা যেমন কাজ করেছি তেমনি আমাদেরকে সহযোগিতা করেছেন ও এই জন্য কাজ করেছেন কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান। এই জন্য তাকে অনেক ধন্যবাদ।
কংগ্রেস ওমেন গ্রেস মেং এই কাজে সফল হওয়ার জন্য জ্যামাইকা মুসলিম সেন্টারের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি নিউজিল্যান্ডের ঘটনায় দু:খপ্রকাশ করেন।

তিনি বলেন, এখানে বিভিন্ন দেশের মানুষ এক হয়েছে। আমরা সবাই এখানে একসঙ্গে বাস করছি। আমাদের মধ্যে ভালবাসার বন্ধন গড়ে উঠেছে। সকলের ভালবাসা আমরা আশা করছি অটুট থাকবে। মুসলিম কমিউনিটিও ঐক্যবদ্ধ থাকবে বলে আশা করি।

কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স বলেন, নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় ৪৯ জন মানুষ মারা গেছে এটা অত্যন্ত দুখঃজনক ঘটনা। তিনি বলেন, কোথাও অন্যায় অবিচার হলে সব জায়গায় এর প্রভাব পড়ে। তাই সব জায়গায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। রেসিজম বন্ধ করতে হবে। তিনি বলেন, আজকে জেএমসি ওয়ে নামকরণ করা হলো এখানে আমরা যারা আছি তারা বিভিন্ন দেশ থেকে এসেছি। আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে তা ধরে রাখতে হবে। জেএমসি ওয়ে সাইনিংটিও আমাদের ঐক্যবদ্ধ ও একতার একটি উদাহরণ। আরেক জন কাউন্সিলম্যান বলেন, জেএমসি মুসিলম কমিউনিটির একটি উদাহরণ হয়ে থাকবে।

নিউ ইয়র্ক :জেএমসিওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সুধীর একাংশ। ছবি-ঠিকানা।

জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট ডা: সিদ্দিকুর রহমান বলেন, আমরা আজ খুব খুশী যে আজকে থেকে এই রাস্তাটির নাম জেএমসি ওয়ে হলো। আজ থেকে ৩০ বছর আগে কুইন্সে জ্যামাইকাতে অনেক অপরাধ হতো। মানুষ ভয়ে আসতো না। এখন অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে মানুষের বসতি বেড়েছে। অপরাধ কমেছে। অনেক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। জমি ও বাড়ির দাম বেড়েছে। আমরা নিজেরা ও শিশুদের শেখাতে সক্ষম হচ্ছি একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠার। তিনি বলেন, আজকে যে জেএমসি ওয়ে নামকরণ করা হলো এই জন্য এখানকার ইলেকটেড অফিসিয়াল ও পুলিশ কমিশনারসহ সংশ্লিস্ট সকলেই আমাদের সহায়তা করেছেন এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

স্টেট এ্যাসেম্বলী ম্যান ডেভিড ওয়েপ্রিন তার বক্তৃতায় এই রাস্তাটির নামকরণের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। কাউন্সিলম্যান ডেরিক মিলার ও কাউন্সিলম্যান কস্টাও ধন্যবাদ জানান। জেএমসির সাবেক প্রেসিডেন্ট খাজা মিজান হাসান অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি বলেন, এই দিনটি একটি ঐতিহাসিক দিন। এখানে মুলসমানরা প্রমান করেছে তারা কারো জন্য কোন সমস্যা নয়। মুসলিম কমিউনিটির এই দেশের উন্নয়নে ও সাফল্যে বিভিন্নভাবে ভ‚মিকা রাখছে। আগামীতে আরও ব্যাপক ভ‚মিকা রাখবে। জ্যামাইকা মুসিলম সেন্টার এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে।

নিউ ইয়র্ক : জেএমসিওয়ের উদ্বোধনের পর সুধী জনরা নেম ফলকের নীচে। ছবি-ঠিকানা।

তিনি জেএমসি ওয়ে করার জন্য রোরি ল্যান্সম্যানকে ধন্যবাদ জানান। পুলিশ কমিশনার জেমস ওনলিকেও ধন্যবাদ জানান সার্বিকভাবে সহায়তা করার জন্য। তিনি বলেন, আমরা সকলে মিলে সব ধরণের অপরাধ নির্মূল করবো।

মঞ্জুর আহমেদ চৌধুরী অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান। জন ফাহিম, ওয়াদুদ ভূঁইয়া, আসিফ বারী, ফখরুল ইসলাম দেলোয়ার, মোরশেদ আলম, ডা: ওয়াজেদ এ খান, ইমাম জাফরী সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন অপু মোজাফ্ফর। জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনের রাস্তাটির নাম জেএমসি ওয়ে হওয়ায় সকলের পক্ষ থেকে কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যানকে ধন্যবাদ জানানো হয়। এই আনন্দে সকলকে মিষ্টি মুখ করানো হয়।