বিশ্বচরাচর ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ‘ভারতের সঙ্গে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। তবে পাকিস্তান প্রতিবেশী দেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে আমরা শান্তির পথে হাঁটছি’। গত ২২ সেপ্টেম্বর পাকিস্তানের দুনিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর। খবর ডনের।
ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের একটি বক্তব্যের জের ধরে পাকিস্তান সেনাবাহিনী এমন মন্তব্য করেছে। সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, জম্মু-কাশ্মিরে পাকিস্তান এবং সন্ত্রাসীরা যে বর্বরোচিত কর্মকা- করছে তার উপযুক্ত জবাব দেওয়ার এখনই সময়। তাহলে তারা ক্ষতের কষ্ট বুঝবে।
উল্লেখ্য, সম্প্রতি সীমান্তে এক ভারতীয় সেনাকে গলা কেটে হত্যা করা হয়। পাকিস্তান এবং সন্ত্রাসীরা এই হত্যাকা-ের সঙ্গে যুক্ত বলে ভারত অভিযোগ করে আসছে। এর জেরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্ভাব্য বৈঠকও বাতিল করেছে ভারত। যদিও পাকিস্তান সেনা হত্যার অভিযোগ অস্বীকার করেছে। ভারতের সেনাপ্রধানের বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল আসিফ গাফুর বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ রেকর্ড আমাদের আছে। শান্তির জন্য কী মূল্য দিতে হয় তা আমাদের জানা আছে’।