বিশ্বচরাচর ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল তাকে গুপ্তহত্যার চেষ্টা করছে। কিন্তু তাতে তিনি মোটেও ভীত নন বলে জানান তৃণমূল কংগ্রেসের এই প্রধান নেত্রী। তার অবর্তমানে কে দলের প্রধান হবেন, তাও ঠিক করে রেখেছেন বলে জানান তিনি। গত ১১ মে জি টোয়েন্টিফোর ঘণ্টা নামে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় এসব কথা জানান মমতা। খবর এনডিটিভির।
মমতা বলেন, কয়েকটি রাজনৈতিক দল তাকে গুপ্তহত্যার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমি সেই রাজনৈতিক দলগুলোর নাম বলব না। তারা আমাকে হত্যার জন্য টাকার বিনিময়ে ভাড়াটে খুনিও ঠিক করেছে।
এ বিষয় নিয়ে পুলিশি তদন্ত চলছে বলে জানান মমতা। পুলিশ তাকে অধিক নিরাপদ সরকারি বাংলোতে বসবাস করার পরামর্শও দিয়েছে বলে জানান তিনি।