মনজুর কাদের
তোমরা দেখো রূপ সরোবর
শান্ত টলোমল
ওই দিঘিটার সবটুকুনই
আমার চোখের জল
দিনরজনী হতাশ্বাস আর
দুঃখেও হই কাতর
বুকের মাঝে আটকে আছে
জমাটবাঁধা পাথর
আলোক আসা আটকে দেওয়ার
এমন আজব খেয়াল
কে তুলে দেয় চারপাশে আজ
নিরেট মেঘের দেয়াল
কিন্তু আমি যাবই হেঁটে
পরকে করে আপন
সকল বিঘ্ন বরণ করেই
আমার জীবন যাপন