আমার ফাগুন

সুমন শাহনেওয়াজ

আমার ফাগুন আসে বারবার
তোমার ঐ মায়াবী চোখের ইশারায়।

আমার ফাগুন আসে বারবার
তোমার আবেগী চুম্বনের আহ্বানে।

আমার ফাগুন আসে বারবার
তোমার এলোমেলো খোলা চুলে
তোমার বাসন্তী রঙের শাড়িতে
সুগন্ধিভেজা নেশাতুর ঘ্রাণে।

আমার ফাগুন আসে বারবার
রমনা বটমূলের তোমার আমার
শতভাগ বাসন্তী সাজে সজ্জিত হয়ে।

আমার ফাগুন আসে বারবার
তোমার বাঁধভাঙা ভালোবাসার
শতভাগ বাসন্তী আবেগী চুম্বনের আহ্বানে।

আমার ফাগুন আসে বারবার
ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে
নির্গত লাভার মতোন।

আমার ফাগুন আসে বারবার
রং-বেরঙের প্রজাপতির
ডানায় ভেসে।

আমার ফাগুন আসে বারবার
তোমার অপেক্ষার প্রহর ভেঙে
এলোমেলো খোলা চুলে
সুগন্ধিভেজা ঘ্রাণে।

আমার ফাগুন আসে বারবার
মাঘের শেষে
কোলাহলহীন ধানসিড়ি নদীর তীরে
আমার জীর্ণশীর্ণ কুটিরে নিঃশব্দে নীরবে
জীবনের বাঁকে বাঁকে।