আমার মা

মিজানুর রহমান মিজান :

আমার মায়ের মতো মা যে ত্রিভুবনে নাই
কোথায় গেলে মাগো তোমায়
খুঁজে আমি পাই?
কত দেশ তো ঘুরলাম মাগো
কোথাও তোমায় পেলাম না গো
কত কষ্ট পাই
তুমি কেন নাই?
রাগ করেছ তাই বুঝি মা
কোনো সাড়া তুমি দাও না
এখন কেউ তো তোমার মতো
আমার মাথায় হাত বোলায় না
কান্নায় বুক ভাসাই।
জানি মাগো আমায় ছেড়ে
চলে গেছ অনেক দূরে
আর ফিরবে না এই ভুবনে
আসবে তো মা আজ স্বপনে
বুকে দিয়ো ঠাঁই।
কত কথাই জমা বুকে
তোমায় পাই না সুখে-দুঃখে
কেউ নেয় না মা সেই খবর
কেমনে দিলাম তোমায় কবর।