আমি কোনো রাজনীতিক নই : ড. ফাউচি

ঠিকানা অনলাইন : শীর্ষ মহামারী রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি সাফ সাফ জানিয়ে দিলেন ‘আমি কোনো রাজনীতিক নই। আমি কাজ করি জনস্বাস্থ্য নিয়ে।’ গত ১২ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেনের করোনা ভাইরাস বিষয়ক অন্তর্বর্তী টিমের সঙ্গে তার কোন যোগাযোগ নেই। তাছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখন ছেড়ে যাওয়ার কোনো কারণই দেখছেন না তিনি।

ড. অ্যান্থনি ফাউচি মনে করেন করোনা ভাইরাস মহামারি বৃদ্ধি পাচ্ছে। এ সময় অনেক কিছু করার আছে।

উল্লেখ্য, জানুয়ারি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ করোনাভাইরাস টাস্কফোর্সের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ফাউচি। কিন্তু এ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বেশ কিছু সময়ে বিরোধপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প করোনা মহামারিকে তেমন গুরুত্ব দেননি।

পক্ষান্তরে তিনি অর্থনীতি সচল রাখতে সবকিছু খুলে দেয়ার দিকে অগ্রসর হয়েছেন। তা সত্ত্বেও ফাউচি বলেছেন, করোনা ভাইরাস মহামারির মাঝামাঝি মানুষকে রক্ষায় সহায়তা করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখা থেকে আমাকে নিবৃত রাখার মতো কোনো ইচ্ছা বা সেন্স আমার মধ্যে নেই।

ঠিকানা/এমআরএম