আমি ছিলাম নারীবাদী

বন্ধু, এক দিন আমি ছিলাম নারীবাদী।
তখন আমার শিরা উপশিরায় যেন নারী রক্ত
প্রবাহিত হতো। আমি যেন তখন নারীঅন্ধ।
সে পঞ্চাশ বছর পূর্বের কথা। তখন নারী মুক্তি
অসম্ভব থাকায় আমি প্রথমে আমার বোনদের
প্রেরণা যোগাই তাদের প্রতিভাকে বিকশিত করতে,
ফলে তারা সাহস উদ্যম উৎসাহ নিয়ে অগ্রসর হয়
মঞ্চে মাঠে ময়দানে এবং পুরস্কৃত হতে থাকে…
আমার এই পদক্ষেপটি ছিল অওউ রোগের এক
গবেষক-ডাক্তারের মতন, যিনি অওউ রোগের
প্রতিকার হেতু নিজ দেহে পরীক্ষা চালান ইংজেকশন
নিয়ে প্রথমে। দীর্ঘ করুণ ইতিহাস সংক্ষেপে বলছি…
বিবাহের কিছু কাল পরে নারী মুর্তি প্রকাশ পেতে থাকে
ভয়ঙ্কর রূপে, ফলে মানসিক ভাবে আমার দেহের
শিরা উপশিরায় প্রবাহিত নারী-রক্ত-স্রোত শুকিয়ে
যায় অন্তর থেকে। সৌভাগ্যবশতঃ আমার হৃদয়ের
প্রেম ও ক্ষমা আমাকে শক্তি সান্তনা যোগায় অসহ্য
অপমান লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করতে।
আমি আর নই নারীবাদী ;
আমি এখন মানবতাবাদী;
ন্যায় ও শান্তিবাদী।