‘আমি জানি না কোথা থেকে শুরু করবো’

ঠিকানা অনলাইন : অ্যানা মারিয়া মার্কোভিচ। চোটের সঙ্গে আর পেরে উঠছেন না। তাইতো বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলারের তকমা পাওয়া এই তারকা দুঃখের সঙ্গে জানিয়েছেন, লম্বা সময়ের জন্য ফুটবলকে বিদায় জানাচ্ছি। ২৩ বছর বয়সী অ্যানা তার ক্লাব গ্রাসহোপারের হয়ে খেলার সময় হাঁটুর বাজে ইনজুরিতে পড়েন। পরে মাঠেই তাকে চিকিৎসা নিতে দেখা যায়।

নিজের ইনস্টাগ্রাম পেজে ৫ ফুট ৫ ইঞ্চির এই তারকা ফরোয়ার্ড ইনজুরিতে পড়ার মুহূর্তের দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে ২৪ লাখ ফলোয়ারের এই পেজে তিনি লিখেন, আমি জানি না কোথা থেকে শুরু করবো…

ক্রোয়েশিয়া জাতীয় নারী দলের এই তারকা আরও লিখেন, অপ্রত্যাশিতভাবে আমি শেষ ম্যাচে চোট পাই এবং এখন ফুটবল থেকে দীর্ঘ দিনের জন্য বিরতিতে যেতে হবে। এটা আমাকে কষ্ট দিয়েছে এবং এখনও বিশ্বাস করতে পারছি না। আমাকে যারা জানেন, তারা জানেন আমি কতটা শক্ত মানসিকতার মানুষ। আমি আরও ভালোভাবে ফিরে আসবো।

ঠিকানা/এম