ঠিকানা অনলাইন : প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে মানহানি মামলা-সংক্রান্ত জটিলতার ও দুই পক্ষের ব্যাপক কাঁদা ছোড়াছুড়ির পর স্পেনে থাকা শুরু করেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড। পিপল ম্যাগাজিন এক প্রতিবেদনে জানাল, স্পেনেই স্থায়ী হওয়ার ইচ্ছা রয়েছে তার। তবে স্পেন থাকলেও হলিউড ছাড়বেন না তিনি। চালিয়ে যাবেন অভিনয়।
অ্যাম্বার হার্ড জানিয়েছেন, তিনি স্পেনেই ভালো আছেন এবং এখানে থেকেই সন্তুষ্ট। সম্প্রতি টিকটকে অ্যাম্বার হার্ডের একটি সাক্ষাৎকার ভিডিও দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন হার্ড। এসময় স্প্যানিশ ভাষায় তিনি বলেন, ‘আমি স্পেনকে অনেক ভালবাসি।’
স্পেনের থেকে যাবেন কিনা এই প্রশ্ন করা হলে অ্যাম্বার হার্ড উত্তর দেন, ‘হ্যাঁ, আমার এমনটাই প্রত্যাশা। হ্যাঁ, আমার এখানে থাকতে ভালো লাগে।’
এর আগে একটি সূত্র পিপল ম্যাগাজিনকে জানিয়েছিল, ‘মামলা শেষ হতেই নিজের মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র ছাড়তে ব্যাকুল হয়ে ছিলেন অ্যাম্বার হার্ড। দুই বছর বয়সী মেয়ে উনা পেজ হার্ডকে নিয়েই স্পেনে বাস করছেন অভিনেত্রী। কারণ সেখানে বেশি গোপনীয়তা বজায় রেখে থাকা যায়।’
গত বছরের ডিসেম্বরে অ্যাম্বার হার্ড জানিয়েছিলেন যে, তিনি এবং জনি ডেপ একটি সমঝোতায় পৌঁছেছেন।
অন্যদিকে, মানহানি মামলায় কার্যত জয়লাভের পর থেকে বেশ ফুরফুরে মেজাজেই আছেন জনি ডেপ। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ডেপ অভিনীত ফরাসি ভাষার চলচ্চিত্র ‘জ্যা দো বাঘি’র জন্য সাত মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছেন ডেপ।
ঠিকানা/এম