আমেরিকান কার ও লিমোজিন অ্যাসোসিয়েশনের অভিষেক : সভাপতি তোফাজ্জল, সেক্রেটারি : শাওন

নিউইয়র্ক : বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে অতিথি ও অভিষিক্ত কর্মকর্তাবৃন্দ। 

ঠিকানা রিপোর্ট : বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন ইনক-এর ২০২৩-২০২৪ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক গত ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৮টায় গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি তিনটি পর্বে সম্পন্ন হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের তিনবারের সভাপতি নওশেদ হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, গোল্ডেন এজ হোমকেয়ার-এর প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, স্মার্ট স্টাফিং ও দোহার উপজেলা সমিতির সভাপতি দুলাল বেহেদু, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা আবু রব বাবুল, উপদেষ্ট মো. শাহজাহান নজরুল, সাবেক সভাপতি ও উপদেষ্টা এবং অ্যাপলো ইন্স্যুরেন্স ব্রোকারেজ-এর প্রেসিডেন্ট শমসের আলী, উপদেষ্টা ও সাবেক সভাপতি ফেরদৌস ওয়হিদ, কুইন্স বাংলাদেশ সোসাইটি ইন্ক’র সভাপতি শামস উদ্দিন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মির্জা শামীম।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও সংগঠনের কার্যকরী সদস্য শাহাদত হোসেন, সদস্য সচিব ও সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ সাদি মিন্টু, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন হোসেন মৃদুল মঞ্চে উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিজু মোহাম্মদ, ক্রীড়া ও আপ্যায়ণ সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, কুইন্স বাংলাদেশ সোসাইটি ইন্ক’র সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি কাজী তোফায়েল ইসলাম, শেখ মোহাম্মদ ফারুক ইসলাম, ফেমাস ইনক’র প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, গ্রেটার খুলনা সমিতির সভাপতি ওয়াহিদ কাজী (এলিন), বরগুনা জেলা সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি রিজবুল কবির, মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সভাপতি ইত্তেখার জামান (রতন), সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, হুমায়ুন খান, খোরশেদ আলম মৃধা, এসআরএস অটোস-এর প্রেসিডেন্ট ও সিইও শ্যামল চন্দ্র (সামু), বিএসিএলএ’র সাবেক সিনিয়র সভাপতি মাহবুব রহমান অনিক, আরিফ চৌধুরী, শাহ আলম, আলামীন ইসলাম, ইমরান চৌধুরী, মোশারফ হোসেন লাদুন, ওবাদুর রহমান জামাল, আসিফ মাহমুদ, মিজানুর রহমান, মনিরুল ইসলাম, সীতাকুণ্ডু উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সরদার এনামুল করিম, বলাকা এসোসিয়েশনের উপদেষ্টা আ. হাকিম সানি, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সাইদ, ফকির আলাউদ্দিন, নাসিম হাওলাদার, মো. সোহেল রানা তালুকদার, মো. রফিকুল ইসলাম, শেখ মো. মনির হোসেন, শ্যামল কর, শো টাইম মিউজিক-এর আলমগীর খান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব মোহাম্মদ সাদি মিন্টু, আহ্বায়ক শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক শাওন হোসেন মৃদুল।
বিদায়ী সভাপতি নওশেদ হোসেন তার বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক দুইবারের বেশী সভাপতি হওয়ার সুযোগ না থাকলেও মহামারী করোনার কারণে সংগঠনের পক্ষ থেকে আমাকে আরো এক টার্ম সভাপতি হিসেবে মনোনীত করে তিন টার্ম সভাপতির দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি গর্বিত ও কৃতজ্ঞ।
তিনি বলেন, আমার দায়িত্ব পালনে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সংগঠন পরিচালনায় যারা সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি সংগঠনের চলার পথে আগামী দিনেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে। আমি নতুন কমিটিকে অভিনন্দন জানাই। প্রধান অতিথি আব্দুর রব মিয়া তার বক্তব্যে এসোসিয়েশনের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, বাংলাদেশ সোসাইটির পাশে থেকে সংগঠনটি কমিউনিটির সেবায় আরো ভূমিকা রাখবে। আমরাও সোসাইটির পক্ষ থেকে এসোসিয়েশনকে সার্বিক সহযোগিতা দেবো। তিনি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
মহিউদ্দিন দেওয়ান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন এতো সুন্দর সংগঠন এবং এই সংগঠনের কর্মকান্ড দেখে আমি নিজেই এসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করেছি। এজন্য আমাকে টিএলসি’র লাইসেন্স নিতে হয়েছে। এই সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী বলেন, সোসাইটির বিগত নির্বাচনে এই সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা বিশেষ ভূমিকা রেখেছেন, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। অভিনন্দন জানাই নবনির্বাচিত কর্মকর্তাদের। সবাই মিলে এই সংগঠন আরো শক্তিশালী করবেন, এটাই আমার প্রত্যাশা।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন-এর কর্মকান্ডের প্রশংসা এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
অতিথি ও কর্মকর্তাদের বক্তব্যের পর বিদায়ী সভাপতি নওশেদ হোসেন নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে প্রধান অতিথি নতুন কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. তোফাজ্জল হোসেন। এই পর্ব পরিচালনা করেন সংগঠনের পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক শাওন হোসেন মৃদুল ও উপস্থাপিকা শারমিন রেজা ইভা।
এ পর্বে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, সাবেক সভাপতি ও উপদেষ্টা ফেরদৌস ওয়াহিদ, সাবেক সভাপতি ও উপদেষ্টা শমশের আলী, সাবেক সভাপতি ও উপদেষ্টা আবু রব বাবুল, উপদেষ্টা শাহজাহান নজরুল, সোনাত স্টাফিং-এর প্রেসিডেন্ট ও সিইও দুলাল বেহেদু, কুইন্স বাংলাদেশ সোসাইটি’র সভাপতি মো. শামস উদ্দিন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইনক’র সভাপতি মির্জা শামীম, এনওয়াই ইন্স্যুরেন্স ও গোল্ডেন এজ হোমকেয়ার-এর প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান এবং প্রধান অতিথি আব্দুর রব মিয়া। পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক শাওন হোসেন মৃদুল বলেন, আবার দায়িত্ব পেয়েছি, আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। অভিষেক অনুষ্ঠানটি সফল করতে তিনি সংগঠনের সব কর্মকর্তা, সদস্য, অতিথি ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবনির্বাচিত সভাপতি তোফাজ্জল হোসেন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি নতুন করে আবার সভাপতি হয়ে সংগঠনকে সেবা করার সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগাতে সবার সহযোগিতা চাই।
নবনির্বাচিত সভাপতি তোফাজ্জল হোসেনের বক্তব্যের মাধ্যমে এই পর্বের সমাপ্তি হয়।
তৃতীয় পর্বে রাতের খাবার পরিবেশনের মাধ্যমে শুরু হয়। এ পর্বে আরো ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন ও উপস্থাপিকা শারমিন রেজা ইভা। সঙ্গীত পরিবেশন করেন রানু নেওয়াজ, তানভির শাহীন, শাহ মাহবুব, অনিক রাজ প্রমুখ।