ঠিকানা ডেস্ক : মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে আরও তহবিল অনুমোদন দেয়া না হলে আগামী সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার অচল (শাটডাউন) করে দেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৮ এপ্রিল শনিবার মিশিগানের ওয়াশিংটন শহরে এক প্রচারণা র্যালিতে এ হুমকি দেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘দেয়াল তৈরির কাজ শুরু হয়েছে। আমাদের ১৬০ কোটি ডলার অর্থ রয়েছে। আমরা আবারও ২৮ সেপ্টেম্বরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যদি সীমান্তে নিরাপত্তা না পাই আমাদের অন্য কোনো উপায় থাকবে না। আমরা দেশ অচল করে দেব। কারণ আমাদের সীমান্তে নিরাপত্তা দরকার।’
দ্বিতীয় মেয়াদে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন ট্রাম্প। ২৮ এপ্রিল শনিবার ওয়াশিংটন শহর, মিশিগান এবং পরে ওয়াশিংটন রাজ্যে র্যালি করেন তিনি। ‘আমেরিকাকে অগ্রাধিকারে রাখা অব্যাহত রাখুন’ স্লোগানে সমাবেশ করছেন ধনকুবের এ প্রেসিডেন্ট। এসব নির্বাচনী র্যালিতে মেক্সিকো দেয়াল নিয়ে কথা বলছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে মেক্সিকো দেয়াল তৈরির ঘোষণা দেন ট্রাম্প।
গত মার্চের মধ্যে অভিবাসন আইনে পরিবর্তনের সময়সীমা বেঁধে দিয়ে একই ধরনের হুমকি দিয়েছিলেন তিনি। এর সমর্থনে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র্রে সংক্ষিপ্ত অচলাবস্থারও সৃষ্টি হয়েছে। ট্রাম্পের দাবি ছিল, অভিবাসন আইনে পরিবর্তন হলে যুক্তরাষ্ট্রে অপরাধী প্রবেশ বন্ধ হবে।