ঠিকানা রিপোর্ট : ভাবগাম্ভীর ও ধর্মীয় পরিবেশের মধ্যে দিয়ে গত ২১ মে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার পার্টি উডহ্যাভেনের এরোমা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করেন ক্লাবের সভাপতি লাবলু আনসার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি নঈম নিজাম সাংবাদিক হিসেবে পেশাগত মর্যাদা ও অবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যেকোনো মতাদর্শ ধারণ করেও সাংবাদিকতার পেশাদারিত্ব যেন অটুট থাকে। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া মানুষের কল্যাণ করার ওপর বিশেষ তাগিদ দেন। এর আগে রজমানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক নির্বাচন কমিশনার আকবার হায়দার কিরণ, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, আব্দুল কাদের মিয়া, চ্যানেল আই’র কানু দত্ত, সেক্টর কমান্ডার্স ফোরামের রাশেদ আহমদ, মীর শিবলী, ক্লাবের সদস্য ফারহানা সিদ্দিকী, নিহার সিদ্দিকী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, আবীর আলমগীর, আজিম উদ্দিন, পুলক মাহমুদ, মহানগর আওয়ামী লীগের জাকারিয়া চৌধুরীসহ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।