মিজানুর রহমান মিজান :
তোমার মনের মাঝে
একটা পরিষ্কার আয়না আছে
সেখানে তুমি কোনো
নিষ্পাপ মুখ দেখো?
যার চাহনি শুধুই তোমার পানে,
তোমার নয়নে হারায়
শুধু ক্ষণে ক্ষণে।
সেই তোমার ভালোবাসা
ঝকঝকে মনের আয়নায়
যার মুখটি ভাসা ভাসা।
যতন করিয়া রাখোনি তাকে
করেছ অবহেলা
তাই বুঝি অন্য কেহ
তোমার গলার মালা।
দূর দূর করে দাও তাড়িয়ে
অন্য কোনো সুখের ভিড়ে
দেখো না ভেবে
দূর থেকেও সে যেন এখনো
রয়েছে তোমায় ঘিরে।
আয়নার মাঝে রাখো তারে
ভেঙে ফেলো না তা,
দূর থেকেই দেখো বারবার
কভু ভুলে যেয়ো না।