আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, নতুন মুখ মৃত্যুঞ্জয়

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ইংল্যান্ডের মাটিতে আগামী মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের ওই সিরিজের জন্য ৯ এপ্রিল রোববার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে নতুন মুখ বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ।

সদ্যই বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলে গেছে আয়ারল্যান্ড। চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তাসকিন আহমেদ। যুক্তরাজ্য সফরেও তার যাওয়া হচ্ছে না।

আইরিশদের বিপক্ষে গত মাসে হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচের পর বাদ পড়েন আফিফ হোসেন। আসছে আয়ারল্যান্ড সফরের দলেও নেই তিনি।

জাকির হাসান আইরিশদের বিপক্ষে ওই সিরিজে প্রথমে সুযোগ পেলেও চোটের কারণে ছিটকে যান। সিরিজের একটি ম্যাচও খেলা হয়নি তার। এবার আর ডাকই পাননি তিনি।

বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদ। তার জায়গায় ইংল্যান্ড সিরিজে খেলা তাইজুল ইসলাম এক সিরিজ পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন। ইংল্যান্ড সিরিজের পর দলে জায়গা হারানো মাহমুদউল্লাহ রিয়াদ এবারও নেই।

যথারীতি তামিম ইকবাল দলের অধিনায়ক। রয়েছেন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়া সাকিব আল হাসান। লিটন দাস ও মোস্তাফিজুর রহমানও রয়েছেন স্কোয়াডে। এই দুজন এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন।

মোস্তাফিজ তার দল দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন আগেই। লিটন দাস কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন রোববার। তবে আয়ারল্যান্ড সফরের সময় চলে আসতে হবে তাদের।

ইংল্যান্ডের চেমসফোর্ডে ৯ মে শুরু হবে সিরিজ। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ১২ ও ১৪ মে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। আয়ারল্যান্ডে বৃষ্টির শঙ্কায় সিরিজটি হবে ইংল্যান্ডে।

১৫ সদস্যের বাংলাদেশ দল

তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ।

ঠিকানা/এনআই