আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশ শিবিরে এখন সুখের গান। ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। আবার ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্ব চ‌্যাম্পিয়ন ইংল‌্যান্ডের বিপক্ষে জিতেছে টানা শেষ চার ম‌্যাচ। শেষ ওয়ানডের পর তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তাই দেহ-মন চনমনে। এখন লক্ষ‌্য সুদূরে। অক্টোবরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ। তাই তার প্রস্তুতি শুরু করতে যাচ্ছে আয়ারল‌্যান্ডের বিপক্ষে তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।

প্রস্তুতি মানে ব‌্যাট হাতে রান করা কিংবা বল হাতে উইকেট পাওয়া আর শুধু ম‌্যাচ জেতা নয়। এসবেরই প্রয়োজন আছে। কিন্তু এর অর্জনের মাধ‌্যমে নিজেদের পরখও করে নেওয়া। যাতে করে বিশ্বকাপে আগে কোনো ধরনের ঘাটতি না থাকে।

তাইতো ইংল‌্যান্ডের বিপক্ষে সর্বশেষ খেলা ওয়ানডে ম‌্যাচের সেরা একাদশে চার-চারটি পরিবর্তন এনে দল সাজিয়েছে বাংলাদেশ। ইংল‌্যান্ডের বিপক্ষে গোটা সিরিজের সব কটি ম‌্যাচে টস জিতে নিজেদের পছন্দমতো সিদ্ধান্ত নিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু এবার আর জিততে পারেনি টস। তাই আয়ারল‌্যান্ডের অধিনায়ক অ‌্যান্প্র বালবার্নির পছন্দে আগে ব‌্যাট করতে নামতে হচ্ছে তামিম ইকবালের দলকে।

আয়ারল‌্যান্ডের বিপক্ষে দলেই ছিলেন না মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলাম। এ ছাড়া ইনজুরির কারণে একাদশে নেই অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বাদ পড়েছেন গত কয়েকটি ম‌্যাচে ভালো করতে না পারা আফিফ হোসেন। তাদের জয়গায় আবার একাদশে ফিরেছেন সর্বশেষ ম‌্যাচে বিশ্রামে থাক তাসকিন আহমেদ। একাদশে আবার ফিরেছেন গত বছল ৭ ডিসেম্বর মিরপুরে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলা নাসুম আহমেদ। একইভাবে ভারতের বিপক্ষেই গত বছর ১০ মার্চ চট্টগ্রামে সর্বশেষ ম‌্যাচ খেলার ইয়াসির আলীও। আর দেশের ১৪০তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে বিপিএল মাতানো তৌহিদ হৃদয়ের।

বাংলাদেশ সেরা একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মো. তৌহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী ও নাসুম আহমেদ।

ঠিকানা/এনআই