
বিশ্বচরাচর ডেস্ক : ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সিনিয়র নেতা ইন্দ্রেশ কুমার দাবি করেছেন যে, ২০২৫ সালের পরে পাকিস্তান ভারতের অংশ হবে এবং ওই সময় ‘অখ- ভারত’ গঠিত হবে যার সীমান্ত হবে ইউরোপিয়ান ইউনিয়নের মতো।
‘কাশ্মির-ওয়ে অ্যাহেড’ শীর্ষক এক সমাবেশে গত ১৬ মার্চ মুম্বাইয়ে বক্তব্য রাখেন আরএসএসের জাতীয় নির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার। এর আয়োজন করে ‘ফোরাম ফর অ্যাওয়ারনেস অব ন্যাশনাল সিকিউরিটির মহারাষ্ট্র শাখা। এর নেতৃত্বে রয়েছেন রাজ্যের সাবেক ডিজিপি প্রবীণ দীক্ষিত। সেখানেই ইন্দ্রেশ কুমার এসব মন্তব্য করেন।
ইন্দ্রেশ কুমার ওই সমাবেশে বলেন, লিখে নিতে পারেন যে, পাঁচ-সাত বছর পরে, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও শিয়ালকোটের যেকোনো স্থানে বাড়ি কেনার সুযোগ পাবেন আপনি। এসব স্থানে ব্যবসা করতে পারবেন। তিনি আরো বলেন, ১৯৪৭ সালের আগে কোনো পাকিস্তান ছিল না। ১৯৪৫ সালের আগে এটা ছিল হিন্দুস্তানের অংশ। ২০২৫ সালের পরে আবার এটা হিন্দুস্তানের অংশ হবে। তিনি আরো বলেন, প্রথমবারের মতো কাশ্মির ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। এর কারণ, সেনাবাহিনী কাজ করেছে রাজনৈতিক ইচ্ছাশক্তির ভিত্তিতে। এখন রাজনৈতিক ইচ্ছাশক্তি পরিবর্তন হয়ে গেছে। তাই লাহোরে বসবাসের স্বপ্ন আছে আমাদের। মানস সরোবরে যাওয়ার জন্য চীনের কাছ থেকে অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের পছন্দমতো একটি সরকার নিশ্চিত করেছি আমরা ঢাকায়। ইউরোপীয় ইউনিয়নের মতো করে একটি ভারতীয় ইউনিয়ন অব অখ- ভারত গড়ে উঠতে পারে।