‘আরো এক পৃথিবী’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত

ঠিকানা রিপোর্ট : বায়োস্কোপ ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ গত ৯ জুন নিউইয়র্কসহ প্রায় ২০টি শহরে মুক্তি পেয়েছে। ছবিটির মুক্তি উপলক্ষে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায় গত ৯ জুন সন্ধ্যা ৮টায় ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
লন্ডনে চিত্রায়িত ভিন্নধর্মী এক গল্পের পটভূমীতে তৈরি- ‘আরো এক পৃথিবী’ ছবিতে অভিষেক হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। কাহিনী এবং পরিচালনা করেছেন অতনু ঘোষ, প্রযোজনা করেছেন এসকে মুভিজ। তাসনিয়া ফারিণ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা-পরিচালক কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্য প্রমুখ।
ছবিটির মুক্তি উপলক্ষে এক ভিডিও বার্তায় তাসনিয়া ফারিণ বলেন, আমি খুবই খুশি বায়োস্কোপ ফিল্মস আমাদের এই ছবিটি আমেরিকা এবং কানাডায় মুক্তির উদ্যোগ নিয়েছে। আমি আশা করছি আমার শুভাকাক্সক্ষীরা যারা আমেরিকায় আছেন, তারা ছবিটি দেখে তাদের প্রতিক্রিয়া জানাবেন।
পরিচালক অতনু ঘোষ তার ভিডিও বার্তায় বলেন, গত ৯ জুন আমার অত্যন্ত প্রিয় নতুন একটি কাজ মুক্তি পেয়েছে। ছবিটির নাম ‘আরো এক পৃথিবী’। তিনি সবাইকে হলে গিয়ে ছবিটির দেখার আমন্ত্রণ জানান।
উল্লেখ্য যে, ‘আরো এক পৃথিবী’ বায়োস্কোপ ফিল্মসের ৩২তম যুক্তরাষ্ট্র পরিবেশনা। এ নিয়ে বায়োস্কোপ ফিল্মের কর্ণধার নাউশাবা রশিদ বলেন, ‘রুচিশীল নন্দিত পরিচালকদের কাজ আমেরিকার দর্শকদের কাছে নিয়ে আসতে আমরা অঙ্গীকারবদ্ধ। তাসনিয়া ফারিণ আমাদের মতে অনেক দূর যাবেন। বায়োস্কোপ ফিল্মস তার এই উত্থানে তার পাশেই থাকবে।
বায়োস্কোপ ফিল্মসের প্রতিষ্ঠাতা সিএ ও রাজ হামিদ বলেন, নিউইয়র্ক, নিউজার্সি, সানফ্রান্সিস্কো, আটলান্টা, বস্টন, ডালাসসহ প্রায় ২০টি শহরে ‘আরো এক পৃথিবী’ ছবিটি প্রদর্শিত হচ্ছে। আমরা আশাবাদী।
তিনি বলেন, দর্শক হলে না গেলে হল মালিকরা এক সময় বাংলা ছবিকে জায়গা দেবে না, তাই দর্শকদের উচিৎ হলের পুরো এক্সপেরিয়ান্সে আবাহণ করে হলে ছবিটি দেখা।