আরো ৮টি নেভিগেশন সেন্টার স্থাপন : রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের পাশে নিউইয়র্ক সিটি

মুশরাত শাহীন : নিউইয়র্ক সিটিতে প্রতিদিন গড়ে ২০০-৪০০ রাজনৈতিক আশ্রয় প্রার্থী আশ্রয় নিচ্ছে। এই বছরে ত্রিশ হাজারেরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রবেশ করেছে বলে জানান ইমিগ্র্যান্ট অ্যাফেয়ার্সের কমিশনার ম্যানুয়েল ক্যাস্ট্রো। ম্যানহাটানে ১২ ডিসেম্বর সোমবার ১১ টায় কমিউনিটি মিডিয়ার সাথে একটি গোলটেবিল বৈঠকে এই তথ্য জানান তিনি। তিনি জানান, আশ্রয় প্রার্থীদের পূর্ণ সেবা প্রদানের জন্য গত বছরে ন্যাভিগেশন সেন্টার খোলা হয়েছে। এরই সাথে এই বছরে আরও ৮ টি ন্যাভিগেশন স্যাটেলাইট সেন্টার স্থাপন করা হয়েছে। ৮ টি সম্প্রদায় ভিত্তিক সংস্থাকে এজন্য দায়িত্ব দেয়া হয়েছে। তারা এই স্যাটেলাইট সাইটগুলো পরিচালনা করবে। তাদেরকে ২.১ মিলিয়ন ডলারের অনুদান দেয়া হয়। এই অনুদান ন্যাভিগেশন সেন্টারগুলো পরিচালনা করতে সাহায্য করবে। ইমিগ্র্যান্ট অ্যাফেয়ার্সের কমিশনার ম্যানুয়েল ক্যাস্ট্রো ছাড়াও আরো উপস্থিত ছিলেন চিফ পলিসি এডভাইজার লরেনা লুসেরো লা কলমেনার নির্বাহী পরিচালক, ইয়াসেনিয়া মাটা।

ইমিগ্র্যান্ট অ্যাফেয়ার্সের কমিশনার ম্যানুয়েল ক্যাস্ট্রো

নতুন আশ্রয়প্রার্থী যারা নিউ ইয়র্কসিটিতে এসেছেন তারা বিনামূল্যে এবং সম্পূর্ণ গোপনীয়তার সাথে এই স্যাটেলাইট কেন্দ্রগুলোতে সহায়তা পাবেন। সহায়তার মধ্যে রয়েছে স্বাস্থ্যবীমার জন্য নিবন্ধন করা, স্বাস্থ্য সেবা, মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, শিশুদের স্কুলে ভর্তি, শিশুদের পরিচর্যা, ইমিগ্রেশন সংক্রান্ত আইনি সেবা এবং নিউইয়র্ক সিটির আইডি প্রদান।
যাদেরকে এই সব সেবা দেওয়া হবে বা যারা নিতে চাইবেন উপযুক্ত হতে প্রয়োজনীয়তাগুলো হল যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে প্রবেশ করতে হবে, ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্টের কাগজপত্র আনতে হবে এবং অ্যাপয়নমেন্ট করতে হবে। ইমিগ্রেশন অ্যাফেয়ার্সের কর্তৃপক্ষ জানান, এখন ওয়াক ইন নেয়া হচ্ছে। তবে অ্যাপয়নমেন্ট করে গেলে ভালো।
রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সহায়তা করার জন্য যে সব সেন্টার খোলা হয়েছে এরমধ্যে প্রধান ন্যাভিগেশন সেন্টারটি আমেরিকা রেড ক্রস বিল্ডিংয়ে অবস্থিত। এটি ৫২০ ওয়েস্ট ৪৯ স্ট্রিট নিউ ইয়র্ক, এনওয়াই- ১০০১৯। জানানো হয়, এই অফিস সোমবার থেকে শুক্রবার ৯ টা থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকে। সেখানে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আপনার পছন্দের ভাষায় একজন প্রশিক্ষিত কেস ম্যানেজার আপনার প্রয়োজনীয়তা গুলো সনাক্ত করবেন এবং আপনাকে পরিষেবা, সংস্থান এবং প্রযোজনীয় তথ্য দিয়ে সহায়ত করবেন।
নিউইয়র্ক সিটির মেয়র এ্যাডামস বলেছেন, গত কয়েকমাসে নিউইয়র্ক সিটিতে যারা এসেছে সিটি তাদেরকে স্বাগত জানানো অব্যাহত রেখেছে। ওয়ান স্টপ শপ থেকে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সহায়তা করা হচ্ছে। তারা বিনামূল্যে ও গোপনীয়তার মধ্য দিয়ে এই সব সেবা পাচ্ছেন। সিটি এবং কমিউনিটি ভিত্তিক বিভিন্ন অর্গানাইজেশন মিলিত হয়ে আমরা সম্মিলিতভাবে এই ব্যাপারে কাজ করছি। ১১ হাজারের বেশি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে গত কয়েকমাসে। রাজনৈতিক আশ্রয়কারীদের রিসোর্সেস ন্যাভিগেশন সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা, শিক্ষা, চাকরি, ইমিগ্রেশন এর বিষয়ে আইনী সেবা নিয়ে তারা নিউইয়র্কে জীবন শুরু করতে পারেন।
যেসব প্রতিষ্ঠান রাজনৈতিক আশ্রয়কারীদের রিসোর্স ন্যাভিগেশন স্যাটেলাইট সাইট হিসাবে নির্বাচিত করা হয়েছে, স্প্যানিশ এবং অন্যান্য ভাষায় তারা সেবা দিবে। এই সংস্থা গুলোর মধ্যে রয়েছে, এইড ফর এইডস ইন্টারন্যাশনাল, আফ্রিকান কমিউনিটিজ টুগেদার, ক্যাথলিক চ্যারিটিজ কমিউনিটি সার্ভিসেস, আর্চডিওসিসে অফ নিউ ইয়র্ক, ক্যাথলিক চ্যারিটিজ নেইবারহুড সার্ভিসেস ব্রুকলিন এন্ড কুইন্স, কোয়ালিশন মেক্সিকানা, লা কলমেনা, মেক দ্য রোড এনওয়াই, মার্সি সেন্টার, মিক্সটেকা অর্গানাইজশেন, নিউ ইমিগ্র্যান্ট কমিউনিটি এমপাওয়ারমেন্ট। যারা সহায়তা নিতে চান তারা এই লিঙ্কে বিস্তারিত জানতে পারবেন। nyc.gov/asylumseekers