
ঢাকা : ফুটবল তারকা মেসি-ম্যারাডোনার দেশে এপ্রিলে জমজমাট বইমেলা। ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ এই মেলা বসবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। লা-রুর্যাল ফেয়ার গ্রাউন্ডে টানা ২০ দিনের আয়োজন। এবারেও ম্যারাডোনা-মেসিদের নিয়ে থাকছে ডজন খানেক নতুন বই। ৪৫ বছরের এই বইমেলায় এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ। চেম্বার অব কমার্সের মাধ্যমে থাকছে বিশাল ‘বাংলাদেশ প্যাভেলিয়ন’। এটি উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছেন শুদ্ধতাবাদী কবি-কথাকার সালেম সুলেরী। তিনি ‘তিনবাংলা’ লেখক সংগঠনের গ্লোবাল সভাপতি। বইমেলায় তিনবাংলা বা বাংলাদেশ-ভারত-প্রবাসবাংলার লেখকেরাও অংশ নেবেন। পার্শ্ববর্তী দেশ ব্রাজিলেও থাকবে সাহিত্যসফর। সম্প্রতি ভারতবাংলার বিশাল বইমেলার উদ্বোধক ছিলেন তিন খ্যাতিমান। কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ, কবি মৃদুল দাশগুপ্ত, কবি সালেম সুলেরী।
উল্লেখ্য, আর্জেন্টিনায় নিবন্ধিত প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন ‘এবিসিসিআই’। পুরো নাম ‘আর্জেন্টিনা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’। নেতৃত্ব দিচ্ছেন আর্জেন্টিনা প্রবাসী তালুকদার আলীম আল রাজী। তারা প্রথমবারের মতো একটি প্যাভিলিয়ন নিয়েছেন। বাংলাদেশের কবি-লেখকদের বই তারা বিনামূল্যে প্রদর্শন করবেন। মিডিয়ায় বিস্তারিত জানিয়েছেন ‘এবিসিসিআই’য়ের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওমর আলী। তিনি বলেন, চেম্বারের প্যাভিলিয়নে প্রদর্শনের জন্য সব ধরণের বই থাকবে। গল্প-উপন্যাস, রম্যরচনা, ভ্রমণকাহিনী, শিশুসাহিত্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস গুরুত্ব পাবে। আত্মজীবনী, ছড়ার বই, ঈদসংখ্যা, লিটল ম্যাগাজিন, গবেষণা কর্ম, ভাষাশিক্ষাও থাকবে। এছাড়া রান্নাবান্না, হেলথ টিপস, ইমিগ্রেশনসহ সব ধরনের বইই গুরুত্ব পাচ্ছে। বইয়ের সিডি, পর্যটনের সিডি, শিশুদের গেমস-এর সিডিও পাঠানো যাবে। মেসি-ম্যারাডোনার ওপর থাকবে কবি সালেম সুলেরী’র দ্বিভাষিক পদ্য।
বৃহত্তর মেলাটিতে প্রতিবছর ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। ২৩ এপ্রিল থেকে টানা ২০ দিনব্যাপী চলবে বইমেলা। প্রথম তিনদিনের সেমিনারে বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত হবেন বিশেষজ্ঞ লেখকেরা। ল্যাটিন অ্যামেরিকার সঙ্গে বই-ভিত্তিক সেতুবন্ধের বিষয়াবলী গুরুত্ব পাবে। ১২ হাজারেরও বেশি কবি, লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী, আবৃত্তিশিল্পী অংশ নেবেন।
ছড়াকার, কার্টুনিস্ট, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীরাও যোগ দেবেন। ‘এবিসিসিআই’য়ের প্রতিনিধিবৃন্দ বর্তমানে ঢাকা সফর করছেন।