আলবেনীতে বাংলাদেশ ডে উদযাপন

ছন্দা বিনতে সুলতান: বাংলাদেশ ডে সেলিব্রেশন ২০১৮ পালন করা হয়েছে বেশ আড়ম্বরপূর্ণ ভাবে। এই জন্য নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীতে বসেছিল মিলন মেলা। ২৭ মার্চ মঙ্গলবার দিনব্যাপী এই অনুষ্ঠানে ব্যাপক বিনোদনের আয়োজন করা হয়। সেখানে আলোচনা, পুরস্কার প্রদান, ফটোসেশন ছাড়াও ছিল ব্রেকফার্স্ট, লাঞ্চ, মিউজিক ও এর পাশাপাশি আনন্দ বিনোদনে ভরপুর। এবারের অনুষ্ঠানের টিকিটের মূল্য রাখা হয়েছিল ৫০ ডলার। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক উৎসবপ্রেমী মানুষ যোগ দেন। তাদের অংশগ্রহণে আলবেনীর ক্যাপিটাল হিল হয়ে উঠে একখন্ড লাল সবুজের বাংলাদেশ। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৭ মার্চ সকাল ৭টায় ব্রঙ্কসের ১৪ ৫১ ইউনিয়ন পোর্ট রোড থেকে দুটি বাস ছেড়ে যায় আলবেনীর উদ্দেশ্যে। সারাদিন সেখানে কাটান উৎসবপ্রেমীরা। অনুষ্ঠানে যোগদানকারী সকলের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। নারী পুরুষ অনেকেই লাল সবুজের বাংলাদেশের পতাকার রঙের সঙ্গে মিল রেখে পোশাক পড়েন। ময়নামতি বাসের তত্ত্বাবধানে ছিলেন মোহম্মদ এন মজুমদার, মঞ্জুর চৌধুরী জগলু মোহম্মদ মামুন, সুরমা কুশিয়ারা বাসটির তত্ত্বাবধানে ছিলেন মো: আব্দুর রহিম বাদশা, শামীম মিয়া, তৌফিকুর রহমান ফারুক ও শামীম আহমেদ। যাওয়ার পথে বাসে প্রাতরাশের সময়ে মজার কৌতুক ও গানের আসর বসে ও স্মৃতি চারণের আয়োজন করা হয়।

আলবেনীর ক্যাপিটাল হিলে পৌঁছানোর পর সেখানে এসেম্বলীম্যান লুইস সেপুলদা এবং সিনেটর জামাল বেইলী সবাইকে স্বাগত জানান। এরপর সকলকে কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিচিত পর্ব, ফটোসেশন অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজনের পর অ্যাওয়ার্ড প্রদান করা হয়, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাস দুটি আবার ব্রঙ্কেসের উদ্দেশ্যে আলবেনী ছেড়ে আসে।

এসেম্বলীম্যান লুইস সেপুলদা এবং সিনেটর জামাল বেইলী এই অনুষ্ঠানের স্পন্সর করেছেন। ২০১২ সাল থেকে প্রতিবছর আলবেনীতে বাংলাদেশ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন মো: আব্দুর রহিম বাদশা, কমিটির স্পোক পারসন হিসাবে দায়িত্ব পালন করেন মোহম্মদ এন মজুমদার ও মেম্বার সেক্রেটারীর দায়িত্ব পালন করেন শাহেদ আহমেদ। আয়োজকদের মধ্যে আরো ছিলেন, মঞ্জুর চৌধুরী, শামীম আহমেদ, আব্দুস শহিদ, মাহবুব আলম, আব্দুল গাফফার চৌধুরী খসরু, মো: শামীম মিয়া, তওফিকুর রহমান ফারুক, আহবাব হোসেন চৌধুরী, রোকসনা মজুমদার, ফরিদা ইয়াসমিন, এ ইসলাম মামুন, বোরহান উদ্দিন।

বাংলাদেশ ডে সেলিব্রেশন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএসিসি এর জেনারেল সেক্রেটারী নজরুল হক, ওয়েল ফেয়ার, মার্কেটিং এজেন্ট মান্না মুনতাসীর, মোজাফফর হোসেন, শামীমুল ইসলাম, মোহাম্মেদ সাদেক, মো: সোহেল রানা, এনসিই ওয়ার্ল্ড ওয়াইড এর কান্ট্রি ডিরেক্টর আবুল খায়ের পলাশ, এনওয়াইপিডির সারওয়ার চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল হোসেন, রন শাহ, মেহেরুন্নেসা, মঞ্জুর চৌধুরী জগলু, রিদওয়ান হোসেন চৌধুরী, কামাল উদ্দিন, ছন্দা, সাখাওয়াত হোসেন সেলিম, মোহম্মদ নাসির উদ্দিন, রাবেয়া আক্তার, মো: মনিরুল আলম দিপু, কবির উদ্দিন ভূঁইয়া, সাইদুর রহমান লিঙ্কন, মো: আব্দুর রহমান, গ্রেটার লাকসাম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্দুল তিতুমীর, রেক্সোনা মজুমদার, আম্বিয়া অন্তরা, আরবান হেলথ কেয়ারের মেরী জুবায়েদা, কমিউনিটি লিডার রওশন আরা, শিক্ষক ফারজানা মুন্না, ফেরদৌসী বেগম, তাহসীন রহমান প্রমুখ।

বিভিন্ন সংগঠন ও এর নেতৃবৃন্দ এতে অংশ নেন। এরমধ্যে ছিলেন বাংলদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি)এর সভাপতি, বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস এর প্রেসিডেন্ট, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট, বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন অফ নর্থ আমেরিকান এর প্রতিনিধি, ব্যান্ডস এর সভাপতি, আমেরিকান-বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ইএসএ এর প্রতিনিধি, নর্থ ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের প্রতিনিধি, বাঙ্গালী চেতনা মঞ্চ’র সভাপতি, ব্রঙ্কস বাংলাদেশ ওমেন্স এসোসিয়েশনের সভাপতি, লাকসাম ফাইন্ডেশন, ইনক এর প্রেসিডেন্ট, বাংলাদেশ স্পোর্টর্স কাউন্সিল অব নর্থ আমেরিকা, ইনক, নজবত আলী ফাউন্ডেশন, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউজার্সী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা, ইনক, বাংলাদেশ স্পোটর্স ফাইন্ডেশন অব নর্থ অমেরিকার প্রতিনিধিবৃন্দ।

যাদেরকে প্রোক্লেমেশন দেওয়া হয়েছে তারা হলেন, মোহম্মদ আব্দুর রহিম বাদশা, ফরিদা ইয়াসমিন, আব্দুস শহিদ, সাহেদ আহমেদ, আনোয়ার হোসেন, মোহম্মদ দোলা মিয়া, মোহম্মদ হক শাহীন, মোহম্মদ কে রহমান, রেস্কোনা মজুমদার ও শেখ আল মামুন।