ঠিকানা অনলাইন : আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। ২৫ নভেম্বর বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকও ছিলেন।
এর আগের দিন মঙ্গলবার নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল। ওই দিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে শপথবাক্য পাঠ করান।
ঠিকানা/এনআই