আলেকজান্দ্রিয়া কর্টেজ: লক্ষ্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়া

ঠিকানা ডেস্ক : মাত্র কয়েকমাস আগেও যিনি নিউইয়র্কের আরো হাজারো শ্রমজীবী মানুষের একজন হয়ে মিডটাউন ম্যানহাটনে একটি বারে বারটেন্ডার এবং পার্টটাইম স্কুুল শিক্ষিকা হিসেবে কমর্রত ছিলেন। তার নাম এখন সবারই জানাÑ আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। আগামী কয়েক মাসের মধ্যে তিনি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে কমবয়সী কংগ্রেসওম্যান। আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ মাত্র এক বছর আগে ম্যানহাটনের মার্গারিতাস ছেড়েছেন। এখন তিনি কংগ্রেসে নেতৃত্ব দেয়ার দ্বারপ্রান্তে। কিন্তু ২৮ বছর বয়সী উদীয়মান এ রাজনীতিক জানান, তিনি অনেক দূর যেতে চান। এরমধ্যে তিনি কুইন্সের ডেমক্রেটিক দলের ডাকসাইটে প্রতিনিধি জো ক্রাউলিকে নিউইয়র্ক সিটির প্রাইমারিতে পরাজিত করে আলোড়ন সৃষ্টি করেছেন।
আলেকজান্দ্রিয়া বরাবরই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে ছিলেন সোচ্চার। ইমিগ্রেশন ইস্যুসহ যেকোনো বিষয়ে সাধারণ মানুষ তাকে পাশে পেয়েছে। বস্টন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ওকাসিও কর্টেজ একজন স্যোসালিস্ট এবং বার্নি স্যান্ডার্সের নির্বাচনী প্রচারণায় একজন টিম মেম্বার হিসেবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে নিজের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেন। পাশাপাশি ব্রঙ্কস-এস্টোরিয়া-জ্যাকসন হাইটস নিয়ে গঠিত নিউইয়র্কের কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ১৪ থেকে নিশ্চিত পরবর্তী কংগ্রেসওম্যান নির্বাচিত হচ্ছেন ওকাসিও। প্রাইমারিতে ওকাসিও পেয়েছেন মোট ১৫ হাজার ৮৯৭ ভোট, যা মোট প্রদত্ত ভোটের ৫৭ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে জোসেফ ক্রাউলি পেয়েছেন ১১ হাজার ৭৬১ ভোট, প্রদত্ত ভোটের ৪২ দশমিক ৫০ শতাংশ।
ওকাসিও কার্টেজ ব্রঙ্কসের পার্কচেস্টারে জন্মগ্রহণ করেন। তার মা পুয়ের্তেরিকোর এবং বাবা ব্রঙ্কসের স্থানীয় বাসিন্দা। তার মা ক্লিনার হিসেবে কাজ করতেন এবং বাবা একজন আর্কিটেক্ট। ওকাসিও জানান, তার যখন চার বছর বয়স, তখন ভালো স্কুুলের সন্ধানে তার বাবা-মা ওয়েস্টচেস্টারে চলে যান। দুই কমিউনিটির মধ্যেকার বৈষম্য দেখে ছোটবেলা থেকেই তার মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়েছে।
ওকাসিও জানান, তিনি যখন কলেজে পড়াশোনা করতেন, তখন তার বাবা মারা যান। এরপর তারা মারাত্মক আর্থিক টানাপোড়েনে পড়েন। বাড়িঘর ও সম্পদ রক্ষার জন্য বাধ্য হয়ে তাকে কঠোর সংগ্রাম করতে হয়েছে। তার ক্যাম্পেইন ম্যানেজার বলেন, স্নাতক ডিগ্রি লাভের পর ২০১১ সালে ওকাসিও পার্কচেস্টারে ফিরে আসেন এবং তার বন্ধুর সঙ্গে এখনো সেখানেই বসবাস করছেন। বাড়িঘর ও সম্পদ রক্ষার বিল পরিশোধে সহায়তা করার জন্য তিনি একটি রেস্তোরাঁয় ওয়েট্রেসের (খাদ্য পরিবেশক) কাজ শুরু করেন। তার মা ব্লাঙ্কা ওকাসিও কার্টেজ (৫৫) বর্তমানে ফ্লোরিডার একটি স্কুুলে সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ‘ওকাসিও তার রাজনৈতিক জীবনকে হোয়াইট হাউজ পর্যন্ত নিয়ে যেতে চায়।’ তিনি আরো বলেন, ‘মেয়ের আকাক্সক্ষা আমেরিকার প্রেসিডেন্ট হওয়া।’