আলোর মিছিল

নুশরাত রুমু :

আন্দোলিত ছায়া মৃত্তিকার কায়া
অমর হয়ে রয় সনাতন ভাবনায়
প্রশান্তির ধূপকাঠি সুবাসিত করে অন্ধকার মনে।

সবুজ নীলিমায়, এ কী অসহায়
সময়ের ঝড়ে স্তব্ধ অবগাহন,
পাখির কলতান মৌনতা ভাঙে উল্লাসের ক্ষণে।

সান্ত্বনার সাঁঝ শিকলের ভাঁজ
বারুদের বাগানে আলোর মিছিল
প্রতিঘাত করে তবু জোছনার আবরণে।

পবিত্র জমিনে আঁধার গহিনে
পুষ্পবৃষ্টি হয় সংগ্রামী রাতে
জিজ্ঞাসিত ইচ্ছেরা হাসে দীপ্ত উচ্চারণে।