আল আমান মসজিদের কর্মকর্তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

ঠিকানা রিপোর্ট : প্রায় ২ মাস অতিবাহিত হচ্ছে। ওজন পার্কের প্রথম ও বৃহত্তম মসজিদ আল আমান সিটি কর্তৃপক্ষ মুসল্লিদের জন্য নাজুক ও বিপজ্জনক বলে বন্ধ করে দেয়। সে থেকে মুসল্লিরা নামাজের জন্য বিভিন্ন দিকে ছুটাছুটি করে। এমনকি এলাকার কোনো কোনো রেস্টুরেন্টের বেইজমেন্টে নামাজ পড়ে। জুমার নামাজের জন্য স্থানীয়রা এল্ডার্টলেন পার্কে ব্যবস্থা করা হয়। বাধ সাধে বৃষ্টি অথবা ঠা-ার আশঙ্কা । গত ২৮ সেপ্টেম্বর ২৮ সেপ্টেম্বর শুক্রবার আকাশ মেঘলা ও গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে মুসল্লিরা জুমার নামাজ আদায় করবে। খোলা মাঠে না অন্য কোনো জায়গায়। অবশ্য কিছু মুসল্লি স্থানীয় বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করে। কিছু মুসল্লি স্থানীয় আল মদিনা পার্টি হলে জুমার নামাজ আদায় করে। নামাজের প্রাক্কালে উপস্থিত এলাকায় কমিউনিটি ব্যক্তি মকবুল রহিম চুনই উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, বর্তমান কমিটির স্বেচ্ছাচারিতার কারণে আজকে নামাজের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমান কমিটি মসজিদের সব ব্যাপারে অন্ধকারে রাখে, জনসমক্ষে প্রকাশ করে না বলে অভিযোগ করেন। তিনি বলেন, পুনরায় মসজিদ নামাজের জন্য খোলা না হওয়া পর্যন্ত এখানে জুমার নামাজ পড়ার ব্যবস্থা থাকবে। আমরা মসজিদ খোলার অপেক্ষায়। নামাজে ইমামতি করেন বাংলাদেশ থেকে আগত মৌলানা আবুল খয়ের।