ঠিকানা অনলাইন : পশ্চিমবঙ্গে জঙ্গি সংগঠন আল–কায়েদার সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ১৭ আগস্ট (বুধবার) গভীর রাতে উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে। ১৮ আগস্ট (বৃহস্পতিবার) তাঁদের আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন আদালত। খবর দ্যা হিন্দু।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শাসন থানার খড়িবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালায় এসটিএফ। সেখানে দুই জঙ্গি দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়েছিলেন। বুধবার রাতেই শাসন থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, আব্দুর রাকিব সরকার ওরফে হাবিবুল্লা ওরফে হাবিব (৩৭) ও কাজি আহসান উল্লাহ ওরফে হাসান (৩২)। এরমধ্যে আব্দুর রাকিব পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা। তিনি উত্তরবঙ্গ সংগঠনের দায়িত্বে ছিলেন। অন্যদিকে আহসানের বাড়ি হুগলি জেলার আরামবাগের সামতা গ্রামে। গ্রেফতার দুজনের কাছ থেকে প্রচুর জিহাদি বই ও নিষিদ্ধ সংগঠন সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, এই দুজন ‘আল–কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট’ এর সদস্য ছিলেন। তাঁদের কাজ ছিল আল–কায়েদা জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট দেওয়া। রাকিব ছিলেন বিস্ফোরক তৈরিতে পারদর্শী। আহসানের কাজ ছিল রাকিবের পাঠানো জঙ্গিদের থাকা–খাওয়া ও বাসস্থানের ব্যবস্থা করা।
এসটিএফ সূত্রে জানা যায়, ভারতে জিহাদের বিষ ছড়াতে বিভিন্ন ওয়েবসাইটের ব্যবহার করছে সংগঠনটি। গোয়েন্দারা বারবার ওয়েবসাইট বন্ধ করে দিলেও তারা আবারও অন্য নামে ওয়েবসাইট খুলত।
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে নিজের শিকড় আরও মজবুত করতে শুধুমাত্র বাংলা ভাষায় ১২ টির বেশি ওয়েবসাইট চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যেখানে আল কায়দার মতাদর্শ থেকে শুরু করে সংগঠনের শীর্ষ জেহাদি নেতাদের আরবি বক্তব্যকে বাংলায় অনুবাদ করে প্রচার করছে তারা।
দেশটির গোয়েন্দা সূত্রে জানা যায়, ইসলামিক স্টেটকে টেক্কা দিতে অনলাইনে অনেক প্রচার শুরু করেছে আল কায়দা। এখন পর্যন্ত গ্রেফতার দুই জনকে জেরা করে মোট ১৭ জনের নাম সামনে এসেছে। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতা এবং ভারত-বাংলাদেশেকে ঘিরে ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে।
ঠিকানা/এসআর