সীমু আফরোজা
কোনো দিন, তারিখ বা মাসের নেই স্মরণ
ঠিক কবে এই মনে পরেছে তোমার চরন
মাঝে মাঝে গুন গুন করে গাই তোমায় নিয়ে
কখন পথের বাঁকে তোমায় ভেবে তাকাই ফিরে
আমার ভাবনায় ত্বরিৎ গতিতে তুমি যাও ছুঁয়ে
বলতো আমি কি কখনো ছুঁয়েছি তোমার মন
অথচ তুমি সর্বদাই আলো কর আমার ভুবন
তুমি কেমন করে না জানিয়েই হারিয়ে গেছো
প্রথমে আঁচ না করলেও বুঝি অদৃশ্য দেয়াল করছে পিছু
বিশাল আকাশটায় শুধু একটা প্রশ্ন চিহ্ন রেখে যাব
তার উত্তর তুমি এক এক করে খুঁজে নিয়ো
আমি হতে তুমি নিরুদ্দেশ হয়েছো
বৃষ্টিভেজা ডানা ঝাপ্টিয়ে খুঁজেছি তোমায়
রবির কিরণের মতো মেখে দিয়েছি আবেগ সেই সীমানায়
দৃষ্টি প্রখর না হলেও তোমাকে দেখার তৃষ্ণা
বুকে চেপে চলছি, জানি পাব না তার নিশানা
বাস্তব কঠিন তাই উত্তরটাও রয়ে গেলো অজানা
-নিউইয়র্ক।