আসছে এসএএম টিভি

ঠিকানা রিপোর্ট: আরো একটি আইপি টিভি আসছে। এসএএম (স্যাম) টিভি নামে এই আইপি টিভি পরীক্ষামূলকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশী মালিকানাধীন এই টিভি আগামী অক্টোবরে চূড়ান্তভাবে চালু করা হবে জানিয়েছেন কর্মকর্তারা। গত ৬ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কর্মকর্তারা। শিবলি সাদিকের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্যাম টিভির প্রেসিডেন্ট এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেডিডেন্ট শাহ নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম বাদল, সিইও গোলাম মোস্তফা সংগ্রাম এবং শিল্পী রানো নেওয়াজ।
সংবাদ সম্মেলনে শাজ নেওয়াজ জানান, ‘প্রবাসে আমরা’ এই স্লোগানকে ধারণ করেই (স্যাম) সাউথ এশিয়ান মিডিয়া আমরা চালু করতে যাচ্ছি। ইতিমধ্যে পরীক্ষামূলক সম্প্রচার চালু হয়েছে। যে কেউ মোবাইলে এ্যাপসের মাধ্যমে দেখতে পারেন। এ ছাড়া আগামীতে বিভিন্ন আইপি বক্সে দেখা যাবে। তিনি আরো বলেন, ২৪ ঘন্টার এই টেলিভিশনে প্রবাসী বাংলাদেশীদের কর্মকান্ডকে অগ্রাধিকার দেয়া হবে। শাহ নেওয়াজ বলেন, সত্যি কথা বলতে কী, একটি আইপি টিভি নিয়ে আমরা অনেক আগে থেকেই কাজ শুরু করেছিলাম। সেই কাজ আজকে বাস্তবে রূপ পেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চাই আমাদের চ্যানেলটি প্রবাসী বাংলাদেশীরা গ্রহণ করবেন। উত্তর আমেরিকা ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে কীভাবে বাংলাদেশীদের আমাদের চ্যানেল দেখানো যায়, সেই নিয়ে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, ঢাকার মগবাজারে আমরা একটি অফিস নিয়েছি। সেখানে দায়িত্বে রয়েছেন ফিরোজ খান। আমাদের অনুষ্ঠানের মধ্যে থাকবে খবর, বিনোদনমূলক অনুষ্ঠান, শিশু- কিশোরদের জন্য অনুষ্ঠান এবং রাজনীতি নিয়ে আলোচনা। তবে সব সময়ই আমরা প্রবাসী বাংলাদেশীদের অগ্রাধিকার দেবো।
গোলাম মোস্তফা সংগ্রাম বলেন, আমরা পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছি। আগামী অক্টোবরে চূড়ান্তভাবে চালু করা হবে। তিনি বলেন, আমরা প্রথমে ৮ ঘন্টার অনুষ্ঠান তৈরি করবো। সেই অনুষ্ঠানই ২৪ ঘন্টা চলবে। নিউইয়র্কের জ্যামাইকায় আমাদের স্টুডিও তৈরি করা হচ্ছে। বর্তমানে আমরা সময় টিভির স্টুডিও ব্যবহার করছি।